50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo V27 5G ফোনের দাম কমলো, সীমিত সময়ের অফার

Avatar

Published on:

Vivo V27 5G Price Cut in India

ভিভো খুব অল্প সময়ের মধ্যে স্মার্টফোনের বাজারে নিজস্ব পরিচয় তৈরি করে নিয়েছে। চীনা এই ব্র্যান্ডের ফোনগুলি ফিচারে ঠাসা থাকে। এই কারণে আপনি যদি সংস্থার নতুন কোনো স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Vivo V27 5G আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আসলে দুর্দান্ত স্পেসিফিকেশন সহ আসা এই ডিভাইসটি এখন লোভনীয় অফারে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। আসুন Vivo V27 5G ফোনের দাম ও এর সাথে পাওয়া অফারগুলি দেখে নেওয়া যাক।

প্রথমেই বলি, ভিভো ভি২৭ ৫জি ফোনের ১২৮ জিবি স্টোরেজ + ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের এমআরপি ৩৬,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এখন এটি ১০% ছাড়ে ৩২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও, আপনি অনেক ব্যাংক অফার পাবেন। যেমন ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ১০% ছাড় (১,০০০ টাকা)। আবার আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০% ডিসকাউন্ট (১,০০০ টাকা) পাওয়া যাবে।

এছাড়া ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে। অফার এখানেই শেষ নয়! আপনি এক্সচেঞ্জ অফারেরও ফায়দা তুলতে পারেন। আজ্ঞে হ্যাঁ! আপনি যদি ফ্লিপকার্টে পুরানো ফোন বদলে ভিভো ভি২৭ ৫জি নিতে চান তাহলে ২৯,৫০০ টাকা এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন।

Vivo V27 5G এর স্পেসিফিকেশন নিয়ে আপনার কোনও অভিযোগ থাকা উচিত নয়। কারণ এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। পাশাপাশি এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি ক্যামেরা ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে দেওয়া হয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ ৫জি প্রসেসর।

সঙ্গে থাকুন ➥