130 কিমি রেঞ্জের সঙ্গে Quantum Bziness ইলেকট্রিক স্কুটারের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল

Avatar

Published on:

Quantum Bziness Electric Scooter Launched

ভারতের ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ কোয়ান্টাম এনার্জি (Quantum Energy) তাদের Bziness ইলেকট্রিক স্কুটারের একটি নতুন ভ্যারিয়েন্ট আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। ৯৯,০০০ টাকা দাম রাখা হয়েছে মডেলটির। তবে এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। ই-কমার্স বা অনলাইন ডেলিভারির জন্য উপযুক্ত।

Quantum Bziness ইলেকট্রিক মোটর

ক্রেতারা যাতে মাসিক কিস্তির বিকল্পে ইলেকট্রিক স্কুটার কিনতে পারে সেজন্য কোয়ান্টাম ইতিমধ্যেই HDFC, ICICI, NBFC সহ একাধিক লোন প্রদানকারী ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে গাঁটছড়া বেঁধেছে। কোয়ান্টাম বিজনেস ই-স্কুটারে দেওয়া হয়েছে একটি ১,২০০ ওয়াট উচ্চ পারফরমেন্সের ইলেকট্রিক মোটর। যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫৫ কিলোমিটার। এবং ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৮ সেকেন্ডে তুলতে সক্ষম বলে দাবি সংস্থার।

Quantum Bziness : রেঞ্জ ও ফিচার্স

Quantum Bziness সম্পূর্ণ চার্জে ১৩০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে জানিয়েছে কোম্পানি। আবার সেগমেন্টের কিছু সেরা ফিচার রয়েছে এতে। উদাহরণস্বরূপ বলা যায় – রিমোট লক-আনলক, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ইউএসবি চার্জার, ডিস্ক ব্রেক এবং এলসিডি ডিসপ্লে।

নতুন স্কুটারটিতে দেওয়া হয়েছে একটি অত্যাধুনিক এলএফপি ব্যাটারি, একটি শক্তিশালী হেডল্যাম্প, রাইডারের আরামের জন্য চওড়া সিট, পণ্য পরিবহণের জন্য একটি শক্তিশালী কার্গো র‍্যাক, বৃহৎ ফ্ল্যাট ফুটবোর্ড, এবং ১২ ইঞ্চির দীর্ঘ হুইলবেস। আবার Quantum Bziness তিন বছর অথবা ৯০,০০০ কিলোমিটার (যেটি আগে হবে) ব্যাটারি অফার করছে কোম্পানি।

সঙ্গে থাকুন ➥