গুগলের ফ্ল্যাগশিপ Pixel 8 লঞ্চ হতে পারে পুজোর মরসুমে, তার আগেই চার্জিং ফিচার প্রকাশ্যে

Avatar

Published on:

Google pixel 8 to support 12w wirless charging reveals wpc certification

গুগল (Google) চলতি বছরের অক্টোবরে তাদের পরবর্তী প্রজন্মের Pixel সিরিজের অধীনে Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তার আগে এখন স্ট্যান্ডার্ড Google Pixel 8 মডেলটি ডাব্লিউপিসি (WPC) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন লাভ করেছে। যেখান থেকে ডিভাইসটির ফাস্ট চার্জিং ক্যাপাসিটি সম্পর্কে জানা গিয়েছে।

Google Pixel 8 দেখা গেল WPC সার্টিফিকেশন সাইটে

GKWS6 মডেল নম্বর সহ একটি গুগল স্মার্টফোন ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম (WPC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি নিশ্চিত করেছে যে, এটি গুগল পিক্সেল ৮ নামের সাথে আসবে। হ্যান্ডসেটটি লেটেস্ট কিউআই২ (Qi2) ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট না করে, পুরানো কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড (সংস্করণ ১.২.৪)-এর সাথে বাজারে পা রাখবে।

এছাড়াও বলা হয়েছে, গুগল পিক্সেল ৮ পূর্বসূরি পিক্সেল ৭-এর মতো ১২ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ডাব্লিউপিসি লিস্টিংয়ে ডিভাইসটির একটি চিত্রও প্রকাশ করা হয়েছে, যার ডিজাইন তার পূর্বসূরির মতোই। এখনও অবধি, নানা রিপোর্টে দাবি করা হয়েছে যে গুগল পিক্সেল ৮-এ ৬.১৬ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ২,২৬৮ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে।

অন্যদিকে, উচ্চতর পিক্সেল ৮ প্রো-তে কার্ভড এজ সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে। পিক্সেল ৮ সিরিজে টেনসর জি৩ চিপসেট ব্যবহার হবে।ফটোগ্রাফির জন্য, Pixel 8 Pro-তে স্যামসাং জিএন২ ক্যামেরা সেন্সর দেখা যেতে পারে, যার আকার ১/১.১২ ইঞ্চি এবং রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল।

প্রো মডেলটিতে শরীর এবং বস্তুর তাপমাত্রা পরিমাপের জন্য একটি ইন-বিল্ট থার্মোমিটার থাকবে বলেও জানা গেছে। Pixel 8 সিরিজের সঙ্গে Pixel Watch 2 স্মার্টওয়াচটিও লঞ্চ হবে বলে জানা গেছে। এতে Snapdragon W5 জেনারেশন চিপ অন্তর্ভুক্ত থাকবে, যা তার পূর্বসূরির চেয়ে উন্নত ব্যাটারি লাইফ এবং কর্মক্ষমতা প্রদান করবে।

সঙ্গে থাকুন ➥