মারুতি জিমনির ডেলিভারি শুরু হল, আজ বুক করলে কবে গাড়ির চাবি হাতে পাবেন জেনে নিন

অবশেষে মারুতি সুজুকি পাঁচ দরজা বিশিষ্ট Jimny এর ডেলিভারি শুরু করল। এই অফ-রোড এসইউভি জানুয়ারি মাসে অটো এক্সপোতে আত্মপ্রকাশ করলেও, লঞ্চ হয়েছে ক’দিন আগে। যদিও বুকিং শুরু হয়েছিল জানুয়ারি থেকেই। এবার দাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বুক করা গ্রাহকদের বাড়ির দিকে যাত্রা শুরু করল মারুতি সুজুকি জিমনি। মারুতি প্রথম লটের গ্রাহকদের কাছে ডেলিভারি দেওয়া শুরু করা করেছে। ধাপে ধাপে গ্রাহকদের কাছে পৌঁছাবে এই গাড়ির চাবি।

Maruti Suzuki Jimny SUV-র ডেলিভারি শুরু

মারুতি জিমনির বেস মডেলের এক্স শোরুম মূল্য ১২.৭৪ লাখ টাকা। তবে টপ ভার্সন কিনতে আপনার পকেট থেকে ১৫.০৫ লাখ টাকা (এক্স শোরুম) খরচ করতে হবে আপনাকে। জিমনি কতটা জনপ্রিয় হতে চলেছে তার খানিকটা আন্দাজ পাওয়া যায় প্রি-বুকিং এর পরিসংখ্যান সংখ্যা থেকে। বিগত ছয় মাসে ৩০,০০০ এর বেশি বুকিং জমা পড়েছে জিমনির খাতায়।

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য পাঁচ দরজা বিশিষ্ট এই অফ-রোড গাড়িটির উৎপাদন হচ্ছে গুরুগ্রামের কারখানায়। বিশাল চাহিদার কারণে সদ্য বুকিং করা গ্রাহকদের এই গাড়ির চাবি হাতে পেতে অপেক্ষা করতে হবে বেশ কয়েক মাস। ভ্যারিয়েন্ট অনুযায়ী এই ওয়েটিং পিরিয়ড ছয় মাস থেকে প্রায় আট মাস পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে মারুতির ডিলাররা। গাড়িটি মারুতি প্রিমিয়াম শোরুম নেক্সা এর মাধ্যমেই পৌঁছে যাবে গ্রাহকদের কাছে।

Maruti Suzuki Jimny স্পেসিফিকেশন ও ফিচার্স

মারুতি সুজুকি জিমনির পারফরম্যান্সে নজর দিলে দেখা যাবে, এটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা পরিচালিত। যার সর্বোচ্চ পাওয়ার এবং টর্ক যথাক্রমে ১০৩ বিএইচপি এবং ১৩৪ এনএম। সঙ্গে থাকছে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং ফোর স্পিড টর্ক কনভার্টার ট্রান্সমিশনের বিকল্প। স্ট্যান্ডার্ড হিসেবে উভয় মডেলে রয়েছে ফোর হুইল ড্রাইভ প্রযুক্তি। উঁচু-নিচু পার্বত্য পথে সাবলীলভাবে চলাফেরা করার জন্য হিল ডিসেন্ট কন্ট্রোল সহ ব্রেকিং সিস্টেমেও বেশ কিছু উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এক সময়কার বাজার কাঁপানো মডেল Gypsy এর উত্তরসূরী হিসাবে লঞ্চ করা এই জিমনি কিন্তু অত্যাধুনিক বিভিন্ন বৈশিষ্ট্যে ভরপুর। সেগুলির মধ্যে অন্যতম ৯ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম (লো-ভ্যারিয়েন্টে৭ ইঞ্চির স্ক্রিন), অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে সাপোর্ট, ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, স্টার্ট/স্টপ, ইত্যাদি। তাছাড়াও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ছয়টি এয়ার ব্যাগ, ইবিডি সহ এবিএস, ইএসপি, আইসোফিক্স চাইল্ড সিট মাউন্ট এবং রিভার্স ক্যামেরা উপলব্ধ থাকছে এতে।