চোখধাঁধানো ডিজাইন, সঙ্গে প্রিমিয়াম ফিচার্স, 2024-এ মারুতির বড় চমক নতুন Swift Sport

Avatar

Published on:

Maruti Suzuki launch Swift Sport in 2024

ছোট গাড়ির বাজারে একচ্ছত্র সম্রাট মারুতি সুজুকি (Maruti Suzuki)। সংস্থার হ্যাচব্যাক প্রতি মাসেই বিক্রি হয় রমরমিয়ে। বিগত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে যে, মারুতি তথা। বিগত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে যে, মারুতি তথা দেশের অন্যতম বেস্ট সেলিং গাড়ি Swift এর নিউ জেনারেশন মডেল চলতি বছর শেষ হওয়ার আগেই উন্মোচিত হবে। ভারতে লঞ্চ হবে আগামী বছর। চমক থাকবে প্রচুর। একইসাথে Sport নামে গাড়িটির একটি আকর্ষণীয় ভ্যারিয়েন্ট নবরূপে আনতে পারে সংস্থা। ইতিমধ্যেই Maruti Swift Sport এর ফাঁস হওয়া ছবি দেখে স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক, কী কী থাকতে চলেছে নতুন মডেলটিতে।

2024 Maruti Suzuki Swift Sport : এক্সটেরিয়ার ডিজাইন

বহু প্রত্যাশিত সুইফ্ট স্পোর্ট ২০২৪ এ বাজারে আসবে। সূত্রের খবর, স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় আরও আগ্রাসী এবং শার্প ডিজাইন সহ হাজির হবে এটি। এতে থাকছে নতুন শার্প ফিচার যুক্ত ফ্রন্ট গ্রিল এবং বাম্পার। আবার পেছনে ফক্স কার্বন ফাইবার স্কিড প্লেট ও নতুন ডিজাইনের বাম্পার নজরে পড়বে। এর রুফ স্পয়লার ও ডায়নামিক স্টাইল স্পোর্টি লুক বৃদ্ধি করেছে। গাড়িটি সম্পূর্ণ নতুন অ্যালয় হুইলে ছুটবে।

2024 Maruti Suzuki Swift Sport : ইন্টেরিয়র ডিজাইন

Suzuki Swift-এর ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে এখনো সেভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। অনুমান করা হচ্ছে চালকের জন্য বিশেষ সরঞ্জাম দেওয়া হবে এতে। যেমন ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল, বোলস্টার স্পোর্ট সিট এবং রেড অ্যাক্সেন্ট। কেবিনের ভেতরেও স্পোর্টি থিম নজরে পড়বে। আশা করা হচ্ছে, গাড়িটি কার্বন ফাইবার সরঞ্জাম সমেত হাজির হবে।

2024 Maruti Suzuki Swift Sport : পাওয়ারট্রেন

জল্পনা শোনা যাচ্ছে, Swift Sport একটি ১.৪ লিটার বুস্টারজেট টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন সমেথ আসবে। এটি থেকে ১২৯ পিএস শক্তি এবং ২৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যাবে। আবার গাড়িটি মিল্ড হাইব্রিড সিস্টেম সহ অফার করা হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ফলে আরও বেশি শক্তি উৎপাদিত হবে।

সঙ্গে থাকুন ➥