Samsung Galaxy A25 5G লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল, 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Avatar

Published on:

Samsung Galaxy A25 5G Specifications

Samsung বর্তমানে একটি নতুন Galaxy A-সিরিজের স্মার্টফোনের উপর কাজ করছে, যা Galaxy A25 5G নামে আসবে। হালফিলে এই মডেলটির রেন্ডার সহ বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। ফলে ফোনটি যে খুব শীঘ্রই লঞ্চের মুখ দেখবে তাতে কোনো সন্দেহ নেই। এই অনুমান সত্যি করতে আজ আবার Samsung Galaxy A25 5G স্মার্টফোনটি FCC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। যার লিস্টিং, ডিভাইসটির মডেল নম্বর থেকে শুরু করে চার্জিং ক্যাপাসিটি এবং কানেক্টিভিটি বিকল্প সম্পর্কে নিশ্চিত করেছে।

FCC সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল Samsung Galaxy A25 5G

FCC সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুসারে, আপকামিং স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি এর মডেল নম্বর থাকবে SM-A256U। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সমর্থন অফার করবে। এছাড়া জানা গেছে, এ-সিরিজের এই হ্যান্ডসেট কানেক্টিভিটি বিকল্প হিসাবে NFC এবং নাম অনুযায়ী ৫জি কানেক্টিভিটি প্রদান করবে।

FCC পোর্টাল থেকে আপাতত এইটুকু তথ্যই সামনে এসেছে। তবে পূর্বে প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্যামসাং গালাক্সি এ২৫ ৫জি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৪-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লের সাথে আসবে। এতে সংস্থার নিজস্ব এক্সিনস ১২৮০ প্রসেসর ব্যবহার করা হবে। আবার স্টোরেজ হিসাবে ৮ জিবি এবং ১২৮ জিবি রম মিলবে। এটি হয়তো অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬ কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Samsung Galaxy A25 5G ফোনের ব্যাক প্যানেলে ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে ১৩-মেগাপিক্সেলের সেলফি শ্যুটার উপস্থিত থাকবে। এটি ৮.৩ মিমি পুরু হবে এবং সিকিউরিটি ফিচার হিসাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করতে পারে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি ফাঁস হওয়া ডিজাইন রেন্ডারে Samsung Galaxy A25 5G ফোনটিকে ব্ল্যাক, ব্লু-গ্রে, লাইম গ্রীন এবং লাইট ব্লু কালার বিকল্পের সাথে দেখা গেছে৷

সঙ্গে থাকুন ➥