হাই বাজেট রেঞ্জে প্রথমবার, Samsung Galaxy M44 5G আসছে পাওয়ারফুল Snapdragon 888 প্রসেসরের সঙ্গে

Avatar

Published on:

Samsung Galaxy M44 5G Listed Korea Website

Samsung Galaxy M44 5G লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল। আজ এই ফোনটিকে সংস্থার কোরিয়ার সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবাক করার মতো বিষয় হল, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকবে বলে জানা গেছে। এই চিপটি ২০২০ সালে লঞ্চ হলেও, মূলত ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করা হয়েছে। তবে এবার হাই বাজেট রেঞ্জে আসা Samsung Galaxy M44 5G এই প্রসেসর পেতে চলেছে।

যদিও এটি সংস্থার কোনো ভুল হতে পারে। কারণ এর আগে কোনো Galaxy M সিরিজের ফোনে এত শক্তিশালী প্রসেসর ছিল না। যদিও ফ্যানদের চমকে দিতে Samsung এই কাজ করলেও করতে পারে।

ওয়েবসাইট থেকে আরও জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এম৪৪ ৫জি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে। এতে ফুল এইচডি প্লাস পিএলএস ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

আর পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৪৪ মডেলে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেল ক্যামেরা।

Samsung এর এই ফোনের ওজন থাকবে ২১৬ গ্রাম । আর এর পরিমাপ হবে ১৬৭.৭ x ৭৮.০ x ৯.১মিমি। এটি দেখতে অনেকটা Samsung Galaxy A34 5G এর মতো হবে।

সঙ্গে থাকুন ➥