HomeMobilesSamsung বা Xiaomi নয়, প্রকাশ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোনের নাম

Samsung বা Xiaomi নয়, প্রকাশ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোনের নাম

সুপরিচিত বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, আনটুটু (AnTuTu) প্রতি মাসের শুরুতে বিগত মাসের সেরা দশটি টপ পারফর্মিং স্মার্টফোনের র‍্যাঙ্কিং প্রকাশ করে। সেইমতো মে মাস পড়তেই আনটুটু এপ্রিল,২০২৪-এর ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে এবং দেখা যাচ্ছে এমাসেও Asus ROG Phone 8 Pro তার শীর্ষস্থানটি ধরে রাখতে সফল হয়েছে। তবে প্রতিযোগিতা ছিল হাড্ডাহাড্ডি, কেননা সেরা দশের তালিকায় প্রথম এবং শেষ স্থানে থাকা স্মার্টফোন দুটির মধ্যে মাত্র ১,০০,০০০ পয়েন্টের পার্থক্য রয়েছে। যদিও এই ব্যবধান আপাতভাবে বেশি বলে মনে হতে পারে। কিন্তু র‍্যাঙ্কিংয়ের সমস্ত ডিভাইসই ২ মিলিয়ন বা ২০ লক্ষ পয়েন্টেরও বেশি স্কোর করেছে। অর্থাৎ, ব্যবধানকে মাত্র ৫ শতাংশের। আসুন তাহলে আনটুটু তালিকার প্রত্যেকটি ফোনের নাম এবং স্কোরগুলি দেখে নেওয়া যাক।

এপ্রিল, 2024-এ AnTuTu সেরা দশ স্মার্টফোন:

১. Asus ROG 8 Pro (Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর,১৬ জিবি র‍্যাম+৫১২ জিবি স্টোরেজ) – ২১,২০,২১০ পয়েন্ট

২. iQOO 12 (Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, ১৬ জিবি র‍্যাম+৫১২ জিবি স্টোরেজ) – ২০,৯০,২৫২ পয়েন্ট

৩. Red Magic 9 Pro+ (Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট, ১৬ জিবি র‍্যাম+৫১২ জিবি স্টোরেজ) – ২০,৮০,৬৭৮ পয়েন্ট

৪. Vivo X Fold 3 Pro (Qualcomm Snapdragon 8 Gen 3 চিপ, ১৬ জিবি র‍্যাম+১ টিবি স্টোরেজ) – ২০,৭০,৮৮৮ পয়েন্ট

৫. Vivo X100 Pro (MediaTek Dimensity 9300 প্রসেসর, ১৬ জিবি র‍্যাম+১ টিবি স্টোরেজ) – ২০,৫৫,৯৮৭ পয়েন্ট

৬. iQOO 12 Pro (Qualcomm Snapdragon 8 Gen 3 চিপ, ১৬ জিবি র‍্যাম+১ টিবি স্টোরেজ) – ২০,৪৩,৩১৫ পয়েন্ট

৭. iQOO Neo 9 Pro (MediaTek Dimensity 9300 চিপসেট, ১৬ জিবি র‍্যাম+১ টিবি স্টোরেজ) – ২০,৪১,৯৮৮ পয়েন্ট

৮. OPPO Find X7 Ultra (Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, ১৬ জিবি র‍্যাম+৫১২ জিবি স্টোরেজ) – ২০,২৫,১৩৩ পয়েন্ট

৯. Vivo X100 Pro (MediaTek Dimensity 9300 চিপ, ১৬ জিবি র‍্যাম+৫১২ জিবি স্টোরেজ) – ২০,২৪,৬৭৪ পয়েন্ট

১০. OnePlus 12 (Snapdragon 8 Gen 3 চিপসেট, ১৬ জিবি র‍্যাম+৫১২ জিবি স্টোরেজ) – ২০,১৬,২২৭ পয়েন্ট

সাম্প্রতিক র‍্যাঙ্কিংয়ে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট সহ ফোনগুলি শীর্ষ চারটি স্থান দখল করে নিয়েছে৷ উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি লঞ্চ হওয়া ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনটিও তালিকায় জায়গা করে নিয়েছে এবং চতুর্থ স্থানে রয়েছে। বর্তমানে সম্ভবত এটিই বাজারের সবচেয়ে শক্তিশালী ফোল্ডেবল স্মার্টফোন।

এদিকে, MediaTek Dimensity 9300-চালিত Vivo X100 Pro পঞ্চম স্থানে রয়েছে, যা ROG Phone 8 Pro থেকে মাত্র ৬৪,২২৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এখানে লক্ষণীয় যে, তালিকায় শুধুমাত্র তিনটি ডিভাইসই Dimensity 9300 চিপসেট ব্যবহার করে, বাকি সবকটিই Snapdragon 8 Gen 3 চিপে রান করে। অনেক কোম্পানি এখনও যে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে মিডিয়াটেক চিপ অন্তর্ভুক্ত করতে দ্বিধা করে, এটি তারই ইঙ্গিত। তবে, আগামী ৭ মে Vivo X100s নামে একটি ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে ভিভো। এই ফোনটি নতুন MediaTek Dimensity 9300 Plus চিপসেটের সাথে আসবে, যা আনটুটু প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ২.৩ মিলিয়ন বা ২৩ লক্ষ পয়েন্ট অতিক্রম করেছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular