HomeReliance Jio-র ধামাকাদার আইএসডি প্ল্যান, পাওয়া যাবে ৫৫১ টাকা টকটাইম

Reliance Jio-র ধামাকাদার আইএসডি প্ল্যান, পাওয়া যাবে ৫৫১ টাকা টকটাইম

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য অনেক অনেক পোস্টপেড ও প্রিপেড প্ল্যান অফার করে। এরসাথে জিও-র কাছে বিভিন্ন টপ-আপ প্ল্যান ও উপলব্ধ। আর এই কারণেই রিলায়েন্স জিও খুব কম দিনে বাজারের বৃহত্তম টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানির কাছে আরও এক ধরণের প্ল্যান আছে, যাকে বলে ISD প্যাক। আপনি যদি বিদেশে যান, তাহলে জিও-র এই প্ল্যান রিচার্জ করলে সস্তায় কল ও ডেটা সুবিধা পাবেন।

আপাতত রিলায়েন্স জিও-র কাছে একটি গ্লোবাল আইএসডি প্যাক আছে। কোম্পানির দাবি অনুযায়ী, এই একটি প্যাক রিচার্জ করে সমস্ত দেশেই পরিষেবা পাওয়া যাবে। এই প্ল্যানের মূল্য ৫০১ টাকা। এর ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহকরা ৫৫১ টাকা টকটাইম পাবে।

এ ছাড়াও জিওর ওয়েবসাইটে বিভিন্ন দেশের কলরেট দেওয়া হয়েছে। এখানে আপনি সমস্ত দেশের কান্ট্রি কোডও পাবেন। অর্থাৎ আপনি যদি গ্লোবাল আইএসডি প্যাক না নিতে চান তাহলেও আপনি উপলব্ধ প্ল্যানের সাহায্যে কল ও ডেটা ব্যবহার করতে পারেন।

এগুলি ছাড়াও সংস্থাটির অনেক আন্তর্জাতিক রোমিং রিচার্জ প্যাক রয়েছে। এই রিচার্জ প্যাকগুলি ৫৭৫ টাকা থেকে শুরু করে ৫,৭৫১ টাকা পর্যন্ত আছে।

RELATED ARTICLES

আরও পড়ুন