দেশজুড়ে হার্দিকের উপর ক্ষেপে ভক্তরা, এবার বিবাদ থামাতে মাঠে নামলেন অশ্বিন, সহমত পোষণ নেটিজেনদের

Avatar

Published on:

Rohit Sharma fan vs Hardik Pandya fan

বর্তমানে ক্রিকেট মহলে একটি বিষয়ই আলোচনার শিকার। যেটি হল রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়ক পদ থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে নেতৃত্ব তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ঠিক তারপর থেকেই যত বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় মুম্বাইকে গালিগালাচ থেকে শুরু করে পতাকা, জার্সি সবকিছু পোড়ানো সবকিছুই করতে দেখা গেছে রোহিত ভক্তদের। এমনকি মাঠের মধ্যেও রোহিত ভক্ত এবং হার্দিক ভক্ত হাতাহাতিতে জড়িয়েছেন।

মাঠে একটি কুকুর ঢুকলে তাকে দেখেও হার্দিক হার্দিক করে চিৎকার করে উঠেছে সম্পূর্ণ নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আসলে ভারতীয় অলরাউন্ডার হার্দিককে অনেকেই মুম্বাইয়ের অধিনায়ক হিসাবে মানতে পারছেন না। খেলার মাঠে হার্দিকের প্রতি ক্ষোভ উজার করে দিচ্ছেন অনেকেই। এমনকি অনেক ক্রিকেট বিশেষজ্ঞও হার্দিককে রোহিতের উপর অধিনায়কত্ব করতে দেখাটা মানতে পারছেন না। তবে এই বিষয়টি থামানোর জন্য ভক্তদের কাছে আবেদন করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে তিনি ভক্তদের মধ্যে বিবাদ নিয়ে বলেছেন, “ভক্তদের মধ্যে লড়াইগুলি কখনোই খারাপ পথে যাওয়া উচিত নয়। একটা বিষয় মনে রাখা উচিত যে এই দুইজন খেলোয়াড় কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করে- সেটি হল আমাদের দেশের হয়ে। তাহলে একজন ক্রিকেটারকে অসম্মান করে বু ধ্বনি দেওয়ার কি দরকার। আপনি যা পছন্দ করেন তা আপনি উপভোগ করুন, কিন্তু তা অন্যকে নীচে নামিয়ে নয়। আমি চাই, এই বিষয়টি আমাদের দেশ থেকে মুছে যাক।”

রবিচন্দ্রন অশ্বিনের এই বক্তব্যের অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী সহমত পোষণ করেছেন। কারণ একই দেশের দুই খেলোয়াড়কে নিয়ে এরকম করাটা কখনোই ক্রিকেটের মধ্যে শোভা পায় না। এছাড়া যখন তারা ভারতের জার্সিতে একত্রে খেলতে নামবে, তখন সকলেই উভয়ের জন্যই গলা ফাটাবে। তাই এই বিষয়টি যত কম সময়ে মুছে যায়, ততই ভালো।

সঙ্গে থাকুন ➥