‘আমি‌ নিজের ১০০% দেবো’, আইপিএলে দারুন পারফরমেন্সে আবার বিশ্বকাপ‌ খেলার ইচ্ছাপ্রকাশ কার্তিকের

Avatar

Published on:

Dinesh Karthik in T20 World Cup 2024 Squad

চলমান আইপিএলে (IPL 2024) দুরন্ত পারফরম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য একাধিক ভারতীয় ক্রিকেটার বিসিসিআই নির্বাচকদের নজর কেড়েছেন। তবে তাদের মধ্যে দিনেশ কার্তিক (Dinesh Karthik) অন্যতম। তিনি দীর্ঘদিন ধরে আইপিএল সহ জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ একাধিক ইনিংস খেলে আসছেন। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দিনেশ কার্তিক ভারতীয় দলের অংশ ছিলেন। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটসম্যান আসন্ন বিশ্বকাপ দলে নিজের জায়গা পাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

দিনেশ কার্তিক ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি জাতীয় দলের হয়ে ৬০ টি টি-টোয়েন্টি ম্যাচে এখনও পর্যন্ত মোট ৬৮৬ রান করেছেন। কিন্তু দিনেশ কার্তিক পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে না পেরে তিনি দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে আছেন। তবে এই বছর আইপিএলে ব্যাট হাতে আবার ভারতীয় এই ব্যাটসম্যান ভয়ঙ্কর হয়ে উঠেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শেষ‌ ম্যাচে দিনেশ কার্তিক সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র ৩৫ বলে ৭ টি ছয় এবং ৫ টি চারের মাধ্যমে মোট ৮৩ রান করেন।

এছাড়াও এখনও পর্যন্ত দিনেশ কার্তিকের ব্যাট থেকে এই বছর আইপিএলে ৭ ম্যাচে মোট ২২৬ রান এসেছে। ফলে আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার জাতীয় দলে ফিরে আসা নিয়ে একাধিক গুঞ্জন শুরু হয়েছে। এবার এই বিষয়ে বলতে গিয়ে দিনেশ কার্তিক এক সাক্ষাৎকারে বলেন, “জীবনের এই পর্যায়ে এসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জন্য সবচেয়ে বড়ো অনুভূতি হবে। আমি একশো শতাংশ প্রস্তুত। বিশ্বকাপের ফ্লাইটে যাবার জন্য আমি যা করতে পারি তাই করব।”

তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীনেশ কার্তিক এবং বিরাট কোহলির ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করলেও দলের দুর্বল বোলিং আক্রমণের জন্য টুর্নামেন্টের লড়াইয়ে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে। এখনও পর্যন্ত বেঙ্গালুরু ৭ ম্যাচের মধ্যে মাত্র ১ টি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় একেবারে নিচে আছে। গতকাল তারা ইডেন গার্ডেন্সে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচেও দিনেশ কার্তিক নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে নিজেকে উজাড় করে দেবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সঙ্গে থাকুন ➥