ভারতে দ্রুত 6G চালু করতে বড় পদক্ষেপ সরকারের

ভারতের Bharat 6G Alliance আজ ইউরোপীয় প্রতিপক্ষ 6G স্মার্ট নেটওয়ার্কস অ্যান্ড সার্ভিসেস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (6G IA) এবং 6G ফ্ল্যাগশিপ – ওলু ইউনিভার্সিটির (Oulu University) সাথে একটি মৌ (MoU) চুক্তি স্বাক্ষর করেছে।

ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) দেশের বাইরেও একটি শক্তিশালী টেলিকম ইকোসিস্টেম গড়ে তোলার জন্য এই আন্তর্জাতিক অংশীদারিত্ব করেছে, যা বৈশ্বিক যোগাযোগ বাড়িয়ে তোলার পাশাপাশি ডিজিটাল উদ্ভাবন ও পরিকাঠামোতে ভারতকে নেতা বানিয়ে তুলতে সাহায্য করবে।

ভারতে তড়িঘড়ি 6G চালু করার লক্ষ্যে ইতিমধ্যেই DoT ৪৭০ টি প্রস্তাবের মূল্যায়নও সম্পন্ন করেছে। আর এখন এই মৌ চুক্তির মাধ্যমে ভারত বেশ কিছু সুযোগ-সুবিধা পাবে। যেগুলি হলো –

  • ইউরোপের সংস্থাগুলির সাথে, ভারতীয় রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সংস্থাগুলি সংযুক্ত হবে।
  • 6G এবং এই সম্পর্কিত গবেষণা দ্রুতগতিতে এগোবে।
  • 6G প্রযুক্তির চালক হওয়ার সুযোগ থাকবে।
  • কোনো দেশকে 6G প্রযুক্তির উন্নয়নে সরাসরি সহযোগিতা করা যাবে এবং বিশ্ব দরবারে এই প্রযুক্তির মান উন্নয়নে বিশেষ অবদান রাখা যাবে।