অনলাইনে গেম খেলা নিয়ে বচসা, শোধ নিতে হাতুড়ি দিয়ে খুনের চেষ্টা কুড়ি বছরের যুবকের

অনলাইনের ঝামেলা এবার গড়াল রিয়েল লাইফে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে ঝামেলার জেরে বিপক্ষ প্লেয়ারকে খুন করতে গিয়ে ধরা পড়লেন কুড়ি বছরের এক যুবক। এডওয়ার্ড কাং নামে ২০ বছরের ওই অভিযুক্ত সেকেন্ড ডিগ্রি মার্ডার ও অস্ত্র হাতে লুটপাটের প্রচেষ্টার দায়ে এখন পুলিশের হেফাজতে।

এডওয়ার্ড কাং নামের ওই যুবক একটি জনপ্রিয় অনলাইন রোল প্লেয়িং ভিডিয়ো গেম খেলতেন। সেখানেই বিপক্ষ গেমারের সঙ্গে তার পরিচয়। কিন্তু গেমিং কোম্পানিটি সম্প্রতি ইউরোপ ও আমেরিকায় তাদের সার্ভার শাটডাউন করার কথা জানায়। সেই থেকেই এডওয়ার্ড সহ গেমটির নানা প্লেয়ার হতাশায় ভুগতে শুরু করে। অনলাইনে তাদের মধ্যে বচসাও নাকি ঘটে।

অনলাইনে পরিচয় হওয়া এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কাং। তারপর ৭৫০ কিমি সফর করে ফ্লোরিডায় পৌঁছায়। সেখানে একটি হার্ডওয়্যারের দোকান থেকে হাতুড়ি কিনে হোটেলে চেক ইন করে সে। প্রতিপক্ষ গেমারের বাড়ির ঠিকানাও জোগাড় করে ফেলে।

রাত দু’টো নাগাদ আক্রান্তের বাড়ি খুঁজে পায় সে। হাতুড়ি দিয়ে আক্রমণ করতেই চিৎকার করে ওঠে প্রতিপক্ষ ওই গেমার। শুনে তার সৎ বাবা বাইরে বেরিয়ে এসে কাংকে ধরে ফেলে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়৷ হাতুড়ির আঘাতে গভীর ক্ষত তৈরি হলেও সে আপাতত স্থিতিশীল ও হাসপাতালে চিকিৎসাধীন।

দোষী প্রমাণিত হলে কাংকে জেল খাটার পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য ভিডিয়ো গেম থেকে দূরে থাকার আদেশ দেওয়া হতে পারে। কেন এমন কাজ করতে গেল সে এই প্রশ্নের জবাবে কাং বলে, ‘ও অনলাইনে খারাপ মানুষ ছিল।”