BYD Atto 3: ভারতে 9 লক্ষ টাকা সস্তায় লঞ্চ হল দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি, ফুল চার্জে চলবে 521 কিমি

চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি তাদের অ্যাটো ৩ ইলেকট্রিক এসইউভি দু’টি নতুন ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ করেছে। গাড়িটির আপডেটেড মডেলের নয়া বেস ভ্যারিয়েন্টের (ডাইনামিক) দাম ২৪.৯৯…

চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি তাদের অ্যাটো ৩ ইলেকট্রিক এসইউভি দু’টি নতুন ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ করেছে। গাড়িটির আপডেটেড মডেলের নয়া বেস ভ্যারিয়েন্টের (ডাইনামিক) দাম ২৪.৯৯ লক্ষ (এক্স-শোরুম) টাকা রাখা হয়েছে। অর্থাৎ ২০২৪ আপডেটের পর এটি ৯ লক্ষ টাকা সস্তা হয়েছে। বিওয়াইডি অ্যাটো ৩ এখন তিনটি ট্রিমে পাওয়া যাবে – ডায়নামিক, প্রিমিয়াম (২৯.৮৫ লক্ষ), ও সুপারিয়র (৩৩.৯৯ লক্ষ)। জানিয়ে রাখি, আগে এটি শুধু সুপারিয়র ভার্সনে উপলব্ধ ছিল।

২০২৪ বিওয়াইডি অ্যাটো ৩ ইলেকট্রিক এসইউভির এন্ট্রি লেভেল ডাইনামিক ভ্যারিয়েন্ট অপেক্ষাকৃত ছোট ৪৯.৯২ কিলোওয়াট ব্যাটারি পেয়েছে, যা ফুল চার্জে ৪৬৮ কিলোমিটার চলতে পারবে বলে দাবি করা হয়েছে। অন্য দুই ভ্যারিয়েন্টে ৬০.৪৮ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার রেঞ্জ ৫২১ কিলোমিটার।

বিওয়াইডি অ্যাটো ৩ গাড়িটি ফাস্ট চার্জারের সাহায্যে ০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে মাত্র ৫০ মিনিটেই। তবে হোম চার্জার ব্যবহার করলে বেস মডেলটি ৮ ঘন্টায় ও অন্য দুই ভ্যারিয়েন্ট ১০ ঘন্টায় ৮০ শতাংশ চার্জ হবে। ব্যাটারিটি গাড়িটির সিঙ্গেল রিয়ার অ্যাক্সেল মোটরে শক্তি জোগায়, যা ২০৪ হর্সপাওয়ার ও ৩১০ এনএম টর্ক উৎপাদনে সক্ষম।

এই ইলেকট্রিক গাড়ির নতুন বেস মডেলে ১২.৮ ইঞ্চি টাচস্ক্রিন, ৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জার, ৩৬০ ডিগ্রি সারাউন্ড ক্যামেরা, পাওয়ার অ্যাসিস্টেড সিট, ইত্যাদি রয়েছে। সুপারিয়র ভ্যারিয়েন্টের লেভেল টু অ্যাডাস সহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার্স এতে পাওয়া যাবে না।