প্রযুক্তি

এই ফোনগুলিতে আর চলবে না WhatsApp, লিস্টে আপনার মডেল নেই তো?

Published on:

WhatsApp ends support these 20 Android smartphones from 1 January 2025

আজ থেকেই একাধিক স্মার্টফোনে বন্ধ হচ্ছে WhatsApp সাপোর্ট। অর্থাৎ, এই স্মার্টফোন ব্যবহারকারীদের এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে নতুন ফোন কিনতে হবে। মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি প্রায়শই পুরানো ডিভাইসগুলির জন্য সাপোর্ট বন্ধ করে। মূলত প্ল্যাটফর্মের নিরাপত্তা বাড়াতে এবং নতুন ফোনের উপর মনোনিবেশ করতে এই কাজ করে হোয়াটসঅ্যাপ।

2025 সালের 1 জানুয়ারি থেকে WhatsApp সাপোর্ট বন্ধ হচ্ছে এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে

মেসেজিং অ্যাপটির বিশ্বব্যাপী প্রায় দুই বিলিয়ন ব্যবহারকারী রয়েছে। তবে তারা জানিয়েছে, 2025 সালের 1 জানুয়ারি থেকে 20 টিরও বেশি অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। আর এই প্রতিটি ডিভাইস পুরানো অ্যান্ড্রয়েড ভার্সনে কাজ করে। সংস্থার তরফে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট বা তার চেয়ে পুরানো ভার্সনে চলা ফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করা যাবে না।

WhatsApp Community Join Now

এই কারণে বড় সিদ্ধান্ত নিয়েছে WhatsApp

সংবাদ সংস্থা এইচডিব্লগ তাদের রিপোর্টে জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটা অনেক পুরানো ডিভাইসে অ্যাপ সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে অন্যান্য ব্যবহারকারীরা আরও ভাল সুরক্ষা এবং নতুন ফিচার উপভোগ করতে পারে। বিশেষ করে যে ফোনগুলি লঞ্চ হওয়ার পরে এক দশকেরও বেশি সময় কেটে গেছে, তাদের সাপোর্ট বন্ধ করছে মেটা। এই ডিভাইসগুলি দীর্ঘদিন ধরে নতুন সফটওয়্যার আপডেট পায়নি।

কোন কোন ফোনে আর WhatsApp কাজ করবে না

Samsung

– Galaxy S3

– Galaxy Note 2

– Galaxy Ace 3

– Galaxy S4 Mini

Motorola

– Moto G (1st Gen)

– Motorola Razr HD

– Moto E 2014

HTC

– One X

– One X+

– Desire 500

– Desire 601

LG

– Optimus G

– Nexus 4

– G2 Mini

– L90

Sony

– Xperia Z

– Xperia SP

– Xperia T

– Xperia V

এই লিস্টে যদি আপনার কোনো ফোন থাকে এবং আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে চান, তাহলে ডিভাইস আপগ্রেড করাই একমাত্র বিকল্প।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন