মোবাইল

আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে OnePlus 13 ও OnePlus 13R, বড় ব্যাটারি সহ থাকবে ফাটাফাটি ফিচার

Published on:

OnePlus 13 and OnePlus 13r launch in india tomorrow expected price and specification

ওয়ানপ্লাস আগামীকাল ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 লঞ্চ করতে চলেছে। এর পাশাপাশি সংস্থাটি একটি প্রিমিয়াম স্মার্টফোন – OnePlus 13R এর উপর থেকেও পর্দা সরাবে। উভয় ডিভাইসেই 6,000mAh বা তার চেয়ে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জ সাপোর্ট করবে। এই ফোনে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম স্কিন আছে। ওয়ানপ্লাস 13 মডেলটি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। আর OnePlus 13R পাবে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। এই স্মার্টফোন দুটির পাশাপাশি, কোম্পানি OnePlus Buds Pro 3 এবং OnePlus Watch 3 লঞ্চ করতে চলেছে। আসুন OnePlus 13 এবং OnePlus 13R এর সম্ভাব্য দাম এবং ফিচার জেনে নেওয়া যাক।

OnePlus 13 সিরিজের সম্ভাব্য দাম

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস 13R এর দাম 40,000 টাকার কাছাকাছি রাখা হবে আশা করা হচ্ছে। অন্যদিকে ওয়ানপ্লাস 13 এর দাম 70,000 টাকার কম রাখা হবে।

WhatsApp Community Join Now

OnePlus 13 স্পেসিফিকেশন এবং ফিচার (চীনা ভ্যারিয়েন্ট)

ডিসপ্লে এবং প্রসেসর: ওয়ানপ্লাস 13 ফোনে 6.82-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, এর রিফ্রেশ রেট 120Hz এবং এই ডিসপ্লে QHD+ এর রেজোলিউশন অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অক্সিজেনওএস 15 কাস্টম স্কিনে চলবে।

ব্যাটারি এবং ক্যামেরা: ক্যামেরার কথা বললে, ওয়ানপ্লাস 13 মডেলে 50-মেগাপিক্সেল LYT-808 প্রাথমিক সেন্সর আছে। আবার এতে 50 মেগাপিক্সেল টেলিফটো এবং আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। এই ক্যামেরা হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং এবং 4K/60 এফপিএস ডলবি ভিশন ভিডিও সাপোর্ট সহ এসেছে। ওয়ানপ্লাস 13 ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, ফুল চার্জে প্রায় দু’দিন ব্যবহার করা যাবে এই ফোন। ডিভাইসটি 100W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

অন্যান্য ফিচার: ওয়ানপ্লাস 13 আইপি 68 এবং আইপি 69 রেটিং প্রাপ্ত, যার অর্থ জল লাগলেও এটি নষ্ট হবে না। আবার আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করায় ভেজা হাতেও এই ফোন আনলকও করা যাবে।

OnePlus 13R এর ফিচার (প্রত্যাশিত)

ডিজাইন: ওয়ানপ্লাস 13R স্মার্টফোনে ফ্ল্যাট এজ এবং একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এই ডিভাইসে সিরামিক বডি পাওয়া যাবে।

ডিসপ্লে এবং প্রসেসর: ওয়ানপ্লাস 13R এর সামনে 1.5K রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি LTPO OLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ফুল এইচডি রেজোলিউশন অফার করবে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ওয়ানপ্লাস 13R ফোনে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হতে পারে। ডিভাইসটি 12 জিবি থেকে 16 জিবি এলপিডিডিআর5এক্স র‌্যাম এবং 256 জিবি থেকে 1 টিবি ইউএফএস 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে।

ক্যামেরা এবং ব্যাটারি: ওয়ানপ্লাস 13R এর ব্যাক প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ 50-মেগাপিক্সেল ইউনিট, 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 2-মেগাপিক্সেল সেন্সর। এই ফোনে 6,500mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাটারি 80W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন