Bajaj ভারতে এই সপ্তাহেই নতুন Pulsar RS 200 লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সংস্থাটি এখন পর্যন্ত যে কয়েকটি টিজার প্রকাশ করেছে তাতে নয়া মডেলের আপডেটগুলি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে, এখন RS 200-এর নতুন সংস্করণের বেশ কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। যেগুলি এই ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইকে যুক্ত হওয়া পরিবর্তনগুলি প্রকাশ করেছে। চলুন দেখে নিই 2025 Pulsar RS 200 কী কী অফার করবে।
নতুন টেল ল্যাম্প
পালসার আরএস 200-এর সবচেয়ে বড় পরিবর্তনটি একটি নতুন টেল ল্যাম্পের আকারে এসেছে। এটি আগের উল্লম্বভাবে অবস্থিত টেলল্যাম্পের থেকে দেখতে আলাদা। নতুন টেইল ল্যাম্প অ্যাসেম্বলিতে লাইসেন্স প্লেট হোল্ডারের পাশে এক জোড়া ছোট বুমেরাং আকৃতির লাইট রয়েছে। আগে আলাদা টার্ন ইন্ডিকেটর থাকলেও নতুন ভার্সনে সেটি টেলল্যাম্পে একত্রিত থাকতে দেখা গিয়েছে।
এলসিডি কনসোল
RS 200-এর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হল, নেগেটিভ এলসিডি কনসোল। এটি বর্তমান মডেলের সেমি-ডিজিটাল ইউনিটকে রিপ্লেস করছে। নতুন ডিসপ্লেটি অন্যান্য পালসারে উপলব্ধ ডিসপ্লের মতো দেখাচ্ছে। এটি স্মার্টফোন কানেক্টিভিটি ও নেভিগেশন সাপোর্ট করবে বলে আশা করা যায়। বাজাজ নতুন রঙ যুক্ত করতে পারে নতুন পালসারে। যার মধ্যে একটি হল লাল এবং সাদা পেইন্ট স্কিম।
এছাড়া, অন্যান্য ক্ষেত্রে বাজাজ পালসার আরএস 200 অপরিবর্তিত থাকবে বলে অনুমান। পারফরম্যান্সের জন্য বাইকে 199.5 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন মিলবে। এটি 24.1 হর্সপাওয়ার এবং 18.7 এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গিয়ারবক্সের সংখ্যা ছয়। বর্তমানে এই বাইক কিনতে খরচ হয় 1.74 লক্ষ টাকা (এক্স-শোরুম)। নতুন মডেলের দাম 3000-5000 টাকা বাড়তে পারে।