বিক্রি বলুন অথবা জনপ্রিয়তা, দুই নিরিখেই মারুতিকে ছাপিয়ে 2024 এর সেরা গাড়ির তকমা পেল Tata Punch। গত বছর ভারতীয় যাত্রীবাহী গাড়ি বাজারে কার্যত নিজের ছাপ ফেলেছে এই মডেল। ভেঙে দিল মারুতি সুজুকির 40 বছরের রেকর্ড। টাটা মোটরসের মাথায় উঠল আরও এক মুকুট। 2024 সালে বিক্রির নিরিখে সবার প্রথমে রয়েছে এই গাড়ি। তার পর জায়গা করেছে WagonR, Ertiga, Brezza এবং Creta এর মতো হট-সেলিং মডেল।
পরিসংখ্যান বলছে, 2024 সালে টাটা পাঞ্চ বিক্রি হয়েছে 2.02 লক্ষ। বিগত চার দশকে এই প্রথম মারুতি ছাড়া অন্য কোম্পানির গাড়ি বছরের বেস্ট সেলারের তকমা জিতল। দ্বিতীয় স্থানে থাকা মারুতি ওয়াগনআর বিক্রি হয়েছে 1.91 লক্ষ। তালিকায় অন্যান্য গাড়িগুলি হল আর্টিগা, ব্রেজ্জা এবং হুন্ডাই ক্রেটা। একনজরে দেখে নিন কোন গাড়ি কত বিক্রি হল।
2024 সালে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলি –
Tata Punch – 2,02,030 ইউনিট
Maruti Suzuki WagonR – 1,90,855 ইউনিট
Maruti Suzuki Ertiga – 1,90,091 ইউনিট
Maruti Suzuki Brezza – 1,88,160 ইউনিট
Hyundai Creta – 1,86,919 ইউনিট
একটি মডেল হিসাবে এগিয়ে টাটা পাঞ্চ। তবে সামগ্রিক বিক্রির নিরিখে সবথেকে বেশি যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে মারুতি সুজুকি। টাটা ও মারুতি ছাড়া প্রথম পাঁচে একমাত্র বিদেশি সংস্থা হিসাবে রয়েছে হুন্ডাই।
কী কারণে এত জনপ্রিয় Tata Punch?
এই সাফল্যের পিছনে অনেকে কারণ হিসাবে মনে করছেন, গাড়ির আয়তন ও কেবিনে পর্যাপ্ত জায়গা। উল্লেখ্য, পাঞ্চের দৈর্ঘ্য 3.8 মিটার এবং 190 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। পাশাপাশি, মডেলটির দামও বেশ বাজেটের মধ্যে। গাড়ির এক্স-শোরুম দাম শুরু 6.13 লাখ টাকা থেকে। তাছাড়া এটির সেফটি রেটিংও ফাইভ স্টার।
গাড়িতে রয়েছে একটি 1.2 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন। এটি একটি CNG পাওয়ার ট্রেনের সাথেও আসে। সঙ্গে রয়েছে ফাইভ-স্পিড গিয়ারবক্স ও একটি AMT ট্রান্সমিশন। গাড়ির ইঞ্জিন সর্বোচ্চ 86 হর্সপাওয়ার এবং 115 এনএম পিক টর্ক তৈরি করতে সক্ষম। ফিচার্সের মধ্যে রয়েছে স্টেবিলিটি কন্ট্রোল, iTPMS, রিভার্স পার্কিং ক্যামেরা এবং একটি 10.24 ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন ইত্যাদি।