মাইক্রোসফ্ট (Microsoft) সিইও সত্য নাদেলা (Satya Nadella) দেশের এআই এবং ক্লাউড পরিকাঠামো বিভাগে তিন বিলিয়ন ডলার (25,700 কোটি টাকার বেশি) বিনিয়োগ করার ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরের দিনই এই ঘোষণা করেছেন মার্কিন সংস্থাটির সিইও। দেশের সাম্প্রতিক প্রযুক্তি খাতে বড় জায়গা দখল করেছে এআই। মার্কিন সংস্থাগুলি নতুন পরিষেবা আনছে দেশের ব্যবহারকারীদের জন্য। পাশাপাশি নতুন প্রতিভাও খুঁজছে তারা।
ভারতে AI-এর প্রসারে বিশাল লগ্নি মাইক্রোসফ্টের
লক্ষণীয় বিষয় হল, চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং এবং মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন-সহ একাধিক শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি ভারত সফর করেছেন। দেশের ভবিষ্যৎ প্রযুক্তি পরিকাঠামো যে উজ্জ্বল তা মেনে নিয়েছেন অনেকেই। মঙ্গলবার সত্য নাদেলা জানান, যে এই 3 বিলিয়ন বিনিয়োগের মধ্যে নতুন ডেটা সেন্টার স্থাপন অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, “ভারত দ্রুত এআই উদ্ভাবনে নেতা হয়ে উঠছে এবং সারা দেশে নতুন সুযোগ তৈরি করছে।” আজ আমরা যে পরিকাঠামো এবং দক্ষতায় বিনিয়োগের কথা ঘোষণা করছি তা ভারতকে এআই শিল্পে প্রথম করার জন্য আমাদের প্রতিশ্রুতিকে পুনঃনিশ্চিত করে। এবং, সারা দেশের মানুষ ও সংস্থাগুলিকে ব্যাপকভাবে উপকৃত হতে সাহায্য করবে৷”
মাইক্রোসফ্টের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ জানিয়েছেন, তারা এই অর্থবছরে এইআই খাতে 80 বিলিয়ন ডলার বিনিয়োগের পথে রয়েছে। স্মিথের মতে, মাইক্রোসফ্ট এআই ডেটা সেন্টার তৈরি করতে, এআই মডেলগুলিকে প্রশিক্ষণ দিতে এবং বিশ্বজুড়ে ক্লাউড-ভিত্তিক অ্যাপ্লিকেশন স্থাপন করার জন্য প্রায় 80 বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ভাবছে। তিনি একটি অনলাইন পোস্টে জানান, “এআই যদি তার শক্তি দ্বিগুণ করে ফেলে এবং আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন প্রযুক্তির দৌড়ে সবার আগে থাকার জন্য প্রস্তুত।”