প্রযুক্তি

গোপনে কে নজর রাখছে আপনার উপর? জানিয়ে দেবে WhatsApp এর এই ফিচার

Published on:

whatsapp-location-tracking-feature-help-find-out-who-tracking-you

প্রতিদিন যে অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হয় গোটা দুনিয়ায় তার মধ্যে অন্যতম WhatsApp। চ্যাটিং, ভয়েস কলিং, ভিডিও কলিং, অনলাইন পেমেন্ট এবং ডকুমেন্ট শেয়ারিং-সহ বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এই অ্যাপে। ইতিমধ্যে বেশ কিছু নতুন আপডেট এসেছে এই অ্যাপে। আজ এমন একটি বৈশিষ্ট্য আলোচনা করা হল, যা বেশ মজাদার এবং তা দিয়ে কে আপনাকে ট্র্যাক করছে জানতে পারবেন।

মেটার দাবি অনুযায়ী, হোয়াটসঅ্যাপ তাদের শক্তিশালী নিরাপত্তা এবং গোপনীয়তা ব্যবস্থার জন্য পরিচিত। যে কারণে 350 কোটির বেশি মানুষ এটির উপর নির্ভর করেন। একগুচ্ছ ফিচারের মধ্যে একটি লাইভ লোকেশন বৈশিষ্ট্য, যা আপনাকে সহজেই কারও উপর নজর রাখতে সাহায্য করে। তবে এই ফিচারটির অপব্যবহার করলে গুরুতর গোপনীয়তার সমস্যাও তৈরি করতে পারে।

WhatsApp Community Join Now

যখন কেউ আপনার সাথে দেখা করতে আসে, কিন্তু আপনার সঠিক অবস্থান জানে না, তখন এটি কাজে আসে। তারা আপনাকে আপনার লাইভ লোকেশন শেয়ার করতে বলতে পারে। এই ফিচারটি তার পর বন্ধ করতে ভুলে যান অনেকে। আপনার লাইভ লোকেশন চালু রাখলে গোপনীয়তা ঝুঁকি বাড়তে পারে। কারণ ওই লোকেশন জানা যে কেউ প্রাথমিক সাক্ষাৎ শেষ হওয়ার পরেও আপনাকে ট্র্যাক করতে পারে।

সৌভাগ্যবশত, হোয়াটসঅ্যাপের একটি সুবিধাজনক বৈশিষ্ট্য রয়েছে, যা আপনাকে আপনার লাইভ লোকেশন কার সাথে শেয়ার করেছেন তা দেখিয়ে দেয়। কীভাবে দেখবেন?

আপনার লোকেশনে কার কার কাছে রয়েছে তা দেখতে, WhatsApp অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।

এরপর, স্ক্রিনের উপরের থ্রি লাইন মেনু আইকনে ট্যাপ করুন।

তার পর, “সেটিংস” অপশনটি সিলেক্ট করুন। এখানে তারপরে “গোপনীয়তা” অপশনে ট্যাপ করুন।

এবার “লোকেশন” অপশনে না পৌঁছানো পর্যন্ত নীচে স্ক্রল করুন এবং এটিতে ক্লিক করুন।

এটি করার পরে, আপনি যাদের সাথে আপনার লাইভ লোকেশন শেয়ার করেছেন তাদের তালিকা দেখতে পাবেন।

এখান থেকে, প্রয়োজনে আপনি সহজেই লাইভ লোকেশন বৈশিষ্ট্যটি বন্ধ করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন