দেশে দুটি নতুন বাইক হাজির করল সুজুকি। স্পোর্টস কমিউটার বাইক Gixxer এবং Gixxer SF মডেলের 2025 সংস্করণ প্রকাশ করা হল।। এই দুটি বাইক OBD 2B নিয়ম অনুসারে আপডেট করা হয়েছে। যোগ হয়েছে নতুন তিনটি রংয়ের বিকল্প। Gixxer SF বাইকের দাম পুরনো মডেলের তুলনায় 1,500 টাকা বাড়ানো হয়েছে। তবে Gixxer এর দাম অপরিবর্তিত রেখেছে সুজুকি।
2025 Suzuki Gixxer ও Gixxer SF : স্পেসিফিকেশন
জাপানি বাইক প্রতিষ্ঠানটি আসন্ন OBD-2B নির্গমন নিয়ম মেনে এই বাইকগুলির ইঞ্জিন আপডেট করেছে। যদিও বাইকগুলোর পারফরম্যান্সে কোনও পরিবর্তন আসেনি। দুটি বাইকেই মিলবে 155 সিসি , এয়ার-কুলড ইঞ্জিন, যা থেকে উৎপন্ন হয় 13.41 হর্সপাওয়ার এবং 13.8 এনএম শক্তি। সঙ্গে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। উভয় বাইকে ডায়মন্ড-টাইপ চ্যাসিস, 17 ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফর্ক, মনোশক এবং উভয় প্রান্তে একটি ডিস্ক ব্রেক রয়েছে।
নেকেড Gixxer-এর ওজন 141 কেজি এবং ফেয়ার্ড সংস্করণটির ওজন 148 কেজি। দুই বাইকের জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা 12 লিটার। ডিজাইনেও কোনও বদল করা হয়নি। ফিচার্স হিসাবে পাওয়া যাবে, এলইডি হেডল্যাম্প, টেল ল্যাম্প, ব্লুটুথ কানেকশন-সহ একটি ডিজিটাল কনসোল এবং সিঙ্গেল চ্যানেল এবিএস।
2025 Suzuki Gixxer ও Gixxer SF : দাম ও কালার অপশন
নয়া Gixxer 2025 সংস্করণের দাম 1,37,900 টাকা (এক্স-শোরুম)। আর Gixxer SF 2025 সংস্করণের দাম 1,47,400 টাকা (এক্স-শোরুম)। মেটালিক ট্রাইটন ব্লু/পার্ল গ্লেসিয়ার হোয়াইট, গ্লাস স্পার্কল ব্ল্যাক এবং মেটালিক ওর্ট গ্রে/মেটালিক লুশ গ্রিন কালার অপশনে পাওয়া যাবে এই বাইকগুলি।