অটোকার

জানুয়ারি পর্যন্ত চলবে অফার, 20000 টাকার বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে KTM 250 Duke

Published on:

KTM 250 Duke gets rs 20000 discount offer valid till January 2025

KTM গত মাসে ইয়ার-অন্ড-অফার হিসাবে তাদের 250 Duke বাইকটির উপর 20,000 টাকা ডিসকাউন্ট ঘোষণা করেছিল। ছাড়ের মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত ছিল। তবে এখন জানুয়ারিতেও একই ডিসকাউন্টে মোটরসাইকেলটি কেনা যাবে বলে জানা গিয়েছে। এই মাস অব্দি অফারটি চলবে। ফলে 250 Duke মডেলটি 2.25 লক্ষ টাকায় (এক্স-শোরুম) বাড়ি আনা যাবে। এই টাকায় ডিউক ভ্যালু-ফর-মানি প্রোডাক্ট হিসাবেই বিবেচনা করা যায়।

KTM 250 Duke: স্পেসিফিকশন ও ফিচার্স

উল্লেখ্য, কেটিএম 250 ডিউক গত বছর উল্লেখযোগ্য আপগ্রেড পেয়েছে। বাইকটিতে এখন 390 ডিউক থেকে অনুপ্রাণিত শার্প ফ্রন্ট ডিজাইন রয়েছে। নতুন স্টাইলের হেডল্যাম্পে বুমেরাং-আকৃতির এলইডি ডিআরএল আছে, যা আধুনিতার স্পর্শ যোগ করেছে। বাইকে 248 সিসি সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন বর্তমান, যা 31 হর্সপাওয়ার এবং 25 এনএম টর্ক উৎপন্ন করে। এটি ছয়-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত।

WhatsApp Community Join Now

ডিউক 250 বাইকটি 5.0-ইঞ্চি ফুল-কালার টিএফটি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি কেটিএম কানেক্ট অ্যাপের মাধ্যমে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, হেডসেট পেয়ারিং, এবং স্মার্টফোন কানেক্টিভিটি সমর্থন করে। রাইডাররা দুটি ডিসপ্লে মোডের মধ্যে বেছে নিতে পারেন – স্ট্রিট ও ট্র্যাক। এছাড়া, অন্যান্য ফিচার্সের মধ্যে সহজ নিয়ন্ত্রণের জন্য চার-মুখী মেনু সুইচ, সুইচেবল এবিএস, এবং বাই ডিরেকশনাল কুইকশিফটার উল্লেখযোগ্য।

এই বাইকে সাসপেনশনের জন্য আপ-সাউড ডাউন ফর্ক এবং মনোশক আছে। ডিউক দৌড়য় 17 ইঞ্চি অ্যালয় হুইলে। ব্রেক করার দায়িত্বে একটি 320 মিমি ফ্রন্ট ডিস্ক এবং একটি 240 মিমি রিয়ার ডিস্ক। ভারতের বাজারে KTM 250 ডিউকের প্রতিদ্বন্দ্বী হল TVS Apache RTR 310 এবং Bajaj Dominar 250।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন