Hero গত বছর সেপ্টেম্বরে সেকেন্ড জেনারেশন Destini 125 স্কুটারের উপর থেকে পর্দা সরিয়েছিল। তার পাঁচ মাস পর আজ সংস্থার তরফে স্কুটারটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চের ঘোষণা করা হয়েছে। এটি তিনটি ভেরিয়েন্টে এসেছে – VX, ZX এবং ZX+। দাম যথাক্রমে ৮০,৪৫০ টাকা, ৮৯,৩০০ টাকা, ও ৯০,৩০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। Destini 125 ছয় বছর ধরে ভারতের বাজারে রয়েছে। ২০১৮ সালে প্রথম লঞ্চ হওয়ার পর এটাই মডেলটির সবচেয়ে বড় আপগ্রেড।
Hero Destini 125: ডিজাইন, স্পেসিফিকেশন, ফিচার্স
নতুন হিরো ডেসটিনি ১২৫-এর মূল আকর্ষণ কার্ভি বডিওয়ার্ক। পাশাপাশি, এলইডি হেডলাইটের মতো মর্ডান এলিমেন্ট এবং অ্যাপ্রোনের মধ্যে সুন্দরভাবে সংহত করা টার্ন ইন্ডিকেটর দারুণ লুকস এনেছে। হিরো ভিএক্স ট্রিমে তিনটি রঙ অফার করছে – ইটারনাল হোয়াইট, রিগাল ব্ল্যাক, ও গ্রুভি রেড। জেডএক্সে অপশন দুটি – কসমিক ব্লু এবং মিস্টিক ম্যাজেন্টা। আর জেডএক্স+ পাওয়া যাবে ইটারনাল হোয়াইট ও রিগাল ব্ল্যাক পেইন্ট স্কিমে।
ফিচার্সের নিরিখে অত্যন্ত সমৃদ্ধ এই স্কুটার। বেস ভেরিয়েন্টে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, ডিআরএল, টাইপ-এ চার্জিং পোর্ট, অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং বুট ল্যাম্প রয়েছে। মজার বিষয় হল, বেস ভেরিয়েন্টের পিছনের ব্রেক লিভারে একটি পার্কিং ব্রেক লকও রয়েছে, যা উচ্চতর ভেরিয়েন্টগুলিতে উপলব্ধ নয়।
উচ্চতর ভেরিয়েন্টের কথা বললে, জেডএক্স ও জেডএক্স+ ফ্রন্ট ডিস্ক ব্রেক, ব্লুটুথ সংযোগ সহ একটি ডিজিটাল স্পিডোমিটার, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, একটি ব্যাকরেস্ট এবং অটো-ক্যান্সেলিং ইন্ডেকটর অফার করে। হিরো ডেসটিনি ১২৫ স্কুটারে ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এটি ৯ বিএইচপি ও ১০.৪ এনএম টর্ক উৎপাদনে সক্ষম।
স্কুটারে ৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক সিটের নীচে অবস্থিত। ফিলারটি টেল ল্যাম্পের ঠিক উপর। মডেলটির আন্ডারসিট স্টোরেজ ১৯ লিটার এবং উভয় প্রান্তে ১২ ইঞ্চি চাকা আছে। ভারতের বাজারে Destini 125-এর সঙ্গে TVS Jupiter 125, Honda Activa 125, Suzuki Access 125-এর প্রতিযোগিতা চলবে।