প্রযুক্তি

PM Awas Yojona: আধার কার্ডের মাধ্যমে হবে আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এল AwaasPlus অ্যাপ

Published on:

Pm awas yojona AwaasPlus app launch for online application through aadhaar card

আর্থিকভাবে নানা সুবিধা থেকে বঞ্চিত ব্যক্তিদের সাহায্য করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে একটি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojona)। এই প্রকল্পে নিম্ন আয়ের পরিবারগুলিকে তাদের বাড়ি নির্মাণে সহায়তা প্রদান করা হয়। আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সহজে রেজিস্ট্রেশন করার সুবিধার্থে একটি অ্যাপও চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা কী?

WhatsApp Community Join Now

(PMAY-G) বা প্রধানমন্ত্রী আবাস যোজনা হল ভারতের একটি সরকারি উদ্যোগ, যা গ্রামীণ অঞ্চলের দরিদ্র ও বাড়িহীন স্থায়ী আবাসন সমাধান প্রদানের জন্য আনা হয়েছে। এই কর্মসূচিটি মূলত, অস্থায়ী বাড়িতে বসবাসকারী পরিবারগুলিকে লক্ষ্য করে, গ্রামবাসীদের জন্য ১,২০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। শহরাঞ্চলে, এই সহায়তা ২.৫ লক্ষ টাকা পর্যন্ত।

লঞ্চ হল আবাস প্লাস অ্যাপ

এর আগে আবেদনকারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অফলাইনে আবেদন জমা দিতে হত। তবে, নতুন এখন অনলাইনেও আবেদন করা সম্ভব।

সরকার এই প্রক্রিয়াটি সহজ করার জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে। যার নাম AwaasPlus। আপনার মোবাইল ডিভাইসে AwaasPlus 2024 ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটি ব্যবহারকারীদের ঘরে বসেই সরাসরি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সাথে সংযুক্ত করার সুবিধা দেয়।

অ্যাপে রেজিস্ট্রেশন করা সহজ। দরকার আধার কার্ড এবং মুখ প্রমাণীকরণ বা ফেস অথেন্টিকেশন। এই অ্যাপটি রেজিস্ট্রেশনের বাইরেও অসংখ্য সুবিধা প্রদান করে। ব্যবহারকারীরা তাদের আধার নম্বর ব্যবহার করে প্রমাণীকরণ করতে পারেন। এবং, তারা তাদের আবেদনের স্টেটাসও চেক করতে পারবেন। এই অ্যাপ শুধু হিন্দি ভাষায় নয়, একাধিক ভাষায় উপলব্ধ।

PM Awas Yojona: প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন কীভাবে করবেন

আবেদন করার জন্য, প্লে স্টোর থেকে AwaasPlus অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর, আপনার আধার নম্বরটি দিতে হবে। তার পর হবে ফেস অথেন্টিকেশন। এটি হয়ে গেলে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। সেখানে, প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে জমা দিতে ভুলবেন না। ভুলভ্রান্তি এড়ানোর জন্য, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, জাতি শংসাপত্র, আয়ের শংসাপত্র এবং ঠিকানার প্রমাণ-সহ সমস্ত প্রয়োজনীয় নথি হাতের কাছে প্রস্তুত রাখুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন