অটোকার

টাটা-মাহিন্দ্রার চাপ বাড়িয়ে সেফটি টেস্টে 5 স্টার রেটিং পেল 7.89 লক্ষ টাকার এই SUV

Published on:

skoda-kylaq-bharat-ncap-5-star-crash-test-rating

মাইলেজ, ফিচার্স ছাড়াও, এখন সেফটি রেটিং দেখে গাড়ি কিনছে মানুষ। টাটা, মাহিন্দ্রার পাশাপাশি, এখন জার্মান গাড়িতেও সর্বোচ্চ সুরক্ষা মিলছে। জার্মানির ফোক্সভাগেনের মালিকানাধীন Skoda তাদের সবচেয়ে সস্তা সাব-কম্প্যাক্ট এসইউভি Kylaq ভারত এনক্যাপের ক্র্যাশ টেস্টে পাঠিয়েছিল। সেখানে ফাইভ স্টার রেটিং পেয়ে নজির গড়েছে গাড়িটি। টপ-স্পেক প্রেস্টিজ এমটি মডেলটির সেফটি টেস্ট করা হয়েছিল। এই রেটিং Skoda Kylaq-এর প্রতিটি ভ্যারেয়েন্ট ও গত ডিসেম্বর মাসের পর উৎপাদিত সমস্ত মডেলের উপর প্রযোজ্য।

Skoda Kylaq সেফটি টেস্টে পেল 5 স্টার রেটিং

WhatsApp Community Join Now

ভারত এনক্যাপ কাইল্যাকের ফ্রন্ট-অফসেট, সাইড মুভেবল, এবং সাইড পোল ইমপ্যাক্টের সুরক্ষা পরীক্ষা করেছে। প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য, স্কোডার গাড়িটি সমস্ত পরীক্ষায় ৩২ পয়েন্টের মধ্যে ৩০.৮৮ স্কোর করেছে। আর শিশু যাত্রীদের সুরক্ষার জন্য ৪৯.০০ পয়েন্টের মধ্যে ৪৫.০০ স্কোর করেছে।

সেফটি ফিচার্স

ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর এবং স্পিড অ্যালার্ট নোটিফিকেশনের মতো বাধ্যতামূলক নিরাপত্তা বৈশিষ্ট্য ছাড়াও, স্কোডা কাইল্যাক সাইড হেড কার্টেন এয়ারব্যাগ, সাইড চেস্ট এয়ারব্যাগ, সাইড পেলভিস এয়ারব্যাগ, আইসোফিক্স ও ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল সিস্টেম অফার করে।

স্পেসিফিকেশন ও দাম

কাইল্যাকের প্রতিটি ভ্যারিয়েন্টে ১.০ লিটার, তিন সিলিন্ডার টার্বো পেট্রল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে৷ যা ১১৫ হর্সপাওয়ার ও ১৭৮ এনএম টর্ক উৎপন্ন করে। ট্রান্সমিশন অপশনে রয়েছে সিক্স স্পিড ম্যানুয়াল ও সিক্স স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক। গাড়িটি ১০.৫ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার/ঘন্টা গতি তুলতে সক্ষম। বর্তমানে ভারতের বাজারে দাম ৭.৮৯ লক্ষ টাকা থেকে ১৪.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন