টেলিকম

১০ টাকার রিচার্জ ও ৩৬৫ দিন মেয়াদের প্ল্যান আসছে বাজারে, গ্রাহকদের কথা ভেবে TRAI-র নয়া নিয়ম

Published on:

New rs 10 recharge plan 365 days validity launching soon by telecom companies jio airtel vi

দেশের এখনও অনেক গ্রাম রয়েছে যেখানে ২জি পরিষেবা ব্যবহার করা হয়। এই সমস্ত ব্যবহারকারী মূলত কলিং ও SMS, এই দুই সুবিধার উপরই নির্ভর করেন। কিন্তু, তাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও ডেটার জন্য মোটা টাকা দিয়ে রিচার্জ করতে হয়। তাদের সুবিধার্থে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা জারি করতে চলেছে নতুন নির্দেশিকা। এই নিয়মের অধীনে ১০ টাকার রিচার্জ এবং ৩৬৫ দিন মেয়াদ সম্পন্ন প্ল্যান আনতে বাধ্য হবে জিও, এয়ারটেল, ভিআই ও বিএসএনএল।

দামি রিচার্জের সমস্যাটি যে অনেক দিনের তা উপলব্ধি করেছে ট্রাই। তাই ২৪ ডিসেম্বরে নির্দেশিকায় পরিবর্তন করেছে সংস্থাটি। যদিও তাতে এখনও সাড়া দেয়নি বেসরকারি টেলিকম অপারেটরগুলি। উল্টে, গত বছর জুলাইয়ে এক ধাক্কায় অনেকটা দাম বাড়িয়েছে তারা। বস্তুত, কোনও প্রতিফলন না হওয়ায় এবার কড়াকড়ি হতে চলেছে ট্রাই।

WhatsApp Community Join Now

আসছে ১০ টাকার রিচার্জ

গ্রাহকদের উপর দামি রিচার্জের বোঝা কমাতে ১০ টাকা প্রিপেইড প্ল্যান আনতে পারে সংস্থাগুলি। এই নিয়ম মেনে চলতে বলা হয়েছে জিও, এয়ারটেল ও ভিআইকে। এটি টপ-আপ ভাউচার হিসাবে ছাড়া হবে। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলও এই নিয়ম মেনে চলবে। পাশাপাশি নানা ধরনের ফিজিক্যাল রিচার্জ সিস্টেম বাতিল করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

STV বা স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ ৩৬৫ দিন করা হবে

আরও একটি নিয়ম আসছে। যেখানে স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ ৯০ দিন থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করা হবে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা দীর্ঘমেয়াদী, সাশ্রয়ী রিচার্জ বিকল্পগুলি নিতে পারবেন। টেলিকম অপারেটরদের কেবলমাত্র ভয়েস এবং এসএমএস-ভিত্তিক প্ল্যান তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ২জি ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য।

জানা গিয়েছে, নতুন নির্দেশিকা কার্যত প্রস্তুত এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে টেলিকম সংস্থাগুলি কিছুদিন সময় চেয়েছে। এখনও কোনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। তবে কয়েক দিনের মধ্যে গোটা বিষয়টি চূড়ান্ত করা হবে বলে অনুমান করছেন অনেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন