অটোকার

বিশ্বের প্রথম CNG স্কুটার নিয়ে এল TVS, মাইলেজ শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে!

Updated on:

tvs-jupiter-cng-revealed-bharat-mobility-expo-2025

CNG বাইকের পর এবার বাজারে এল CNG স্কুটার। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫ (Bharat Mobility Global Expo 2025) ইভেন্টে আত্মপ্রকাশ করল TVS Jupiter CNG স্কুটার। এটি বিশ্বের প্রথম সিএনজি চালিত স্কুটার। টিভিএসের লাইনআপে এটি অন্যতম আকর্ষণীয় টু হুইলার হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রোটোটাইপ স্কুটারে রয়েছে ১.৪ কেজি সিএনজি সিলিন্ডার। এটি যোগ করা হয়েছে স্কুটারের সিটের ঠিক নীচে। এই ট্যাংকটি কভার জন্য একটি প্লাস্টিকের তৈরি প্যানেল ব্যবহার করেছে টিভিএস। মাইলেজ নিয়ে বিরাট দাবি করেছে কোম্পানি। এমনিতেই, সাধারণত পেট্রলের তুলনায় বেশি মাইলেজ দিয়ে থাকে সিএনজি।

WhatsApp Community Join Now

TVS Jupiter CNG স্কুটারের মাইলেজ

কোম্পানির দাবি অনুযায়ী, টিভিএস জুপিটার সিএনজি স্কুটারের মাইলেজ ৮৪ কিলোমিটার প্রতি কেজি। এটি পেট্রল মডেলের থেকে অনেকটাই বেশি। তবে এটাই চূড়ান্ত মাইলেজ নয়। স্কুটারে একটি ২ লিটার পেট্রল ট্যাংকও রয়েছে। যার ফিলার নজলটি অবস্থিত সামনের অ্যাপ্রোনে।

বাকি বৈশিষ্ট্য পেট্রল মডেলের অনুরূপ। টিভিএস-এর দাবি, জুপিটার সিএনজি-এর সম্মিলিত মাইলেজ (সিএনজি + পেট্রল) ২২৬ কিলোমিটার। এতে দেওয়া হয়ে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭.১ হর্সপাওয়ার এবং ৯.৪ এনএম টর্ক তৈরি করতে পারে। স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।

বর্তমানে এই স্কুটার পরীক্ষাধীন রয়েছে। এখনও এটির চূড়ান্ত মডেল প্রকাশ করা হয়নি। কনসেপ্ট হিসাবে এদিন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে উন্মোচন করা হয়েছে। তবে আশা করা হচ্ছে, শীঘ্রই প্রকাশ হবে স্কুটারের দাম ও বাকি বৈশিষ্ট্য এবং কবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে সেই তারিখ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন