Apache RTX ADV এর পর ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ আরও একটি নতুন মোটরসাইকেল কনসেপ্ট উন্মোচন করেছে টিভিএস। এটির নাম RTS X Supermoto। এই বাইকে পাওয়া যাবে ৩০০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এদিন এক্সপো-তে বিশ্বের প্রথম সিএনজি স্কুটার, Jupiter CNG উন্মোচন করে আলোড়ন ফেলে দিয়েছে কোম্পানি। তার রেশ না কাটতেই এক নতুন বাইক প্রকাশ করল টিভিএস।
TVS RTS X সুপারমোটো বাইক উন্মোচিত হল
অনলাইনে প্রকাশিত ছবি দেখে বোঝা যাচ্ছে, যে RTS X বাইকটি Apache RTR 310 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে বডিওয়ার্ক ও ডিজাইন কিছুটা আলাদা। বাইকটি দেখতে বেশ সুন্দর, বিশেষ করে সামনের দিক থেকে। রয়েছে একটি হেডলাইট ইউনিট এবং মাডগার্ডের উপস্থিতি। দেওয়া হয়েছে সিঙ্গেল সিট এবং বেশ লম্বা টেইল সেকশন।
বাইকের সাবফ্রেমটিও নতুন। এবং সম্পূর্ণ সাদা রঙ করা হয়েছে। কোম্পানি এই কনসেপ্ট-এ হলুদ এবং সাদা রঙের স্কিম ব্যবহার করেছে। পারফরম্যান্সের দিক থেকে টিভিএস আরটিএস এক্স দৌড়বে নতুন ২৯৯ সিসি , সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিনে, যা ৩৫ হর্সপাওয়ার শক্তি এবং ২৮.৫ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।
কোম্পানির দাবি, আরটিএস এক্স কনসেপ্ট বাইকটি ২.৮ সেকেন্ডে ০-৬০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে এবং ০-১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ৬.৩ সেকেন্ড। বাইকের কার্ব ওয়েট ১৪৪ কেজি। এতে রয়েছে ১৭ ইঞ্চি চাকা, সামনে আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন ও পিছনে মনোশক সাসপেনশন।
এই মুহূর্তে বাইকটি কনসেপ্ট হিসাবে প্রকাশ করেছে টিভিএস। কবে থেকে উৎপাদন শুরু করা হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। বাইকটি ভারতে লঞ্চ হল টেক্কা দেবে KTM 390 মোটরসাইকেলকে। এই TVS RTX X এর মাধ্যমে সুপারমোটো সেগমেন্টে পা রাখবে কোম্পানি।