বিভিন্ন অ্যাপের ভিড়ে অনেক অ্যাপ্লিকেশন থাকলে যেগুলি ব্যবহারকারীর অজান্তে তথ্য চুরি করে। বিশেষ করে ব্যাঙ্কিং তথ্য। তাই আর্থিক প্রতারণা থেকে বাঁচতে কয়েকটি অ্যাপ রয়েছে যেগুলি ভুলেও ডাউনলোড করা উচিত নয়। এই প্রতিবেদনে সেরকমই কয়েকটি অ্যাপ সম্পর্কে সচেতন করা হল। অ্যান্ড্রয়েড ও আইফোন দুই ব্যবহারকারীরাই জালিয়াতির ফাঁদে পড়তে পারেন।
ডিজিটাল জমানায় ঝুঁকি সর্বত্র। তাই সাবধান না থাকলে বিপদের মুখে পড়তে পারেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, গত ১৮ জানুয়ারি এই অ্যাপগুলি সম্পর্কে সতর্ক করেছে খোদ মার্কিন তদন্ত সংস্থা FBI। ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারনেটে এমন প্রচুর অ্যাপ রয়েছে যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করছে।
কীভাবে সাবধান থাকবেন
FBI জানিয়েছে, ইমেলের মাধ্যমে আপনাকে পাঠানো APK ফাইল ডাউনলোড করবেন না। থার্ড পার্টি স্টোর এড়িয়ে চলুন। এগুলি সেই সমস্ত অ্যাপ যেগুলি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে থাকে না। তাই ঝুঁকির পরিমাণ বেশি। সোশ্যাল মিডিয়ায় সন্দেহজনক বা রিডাইরেক্ট হয় এমন লিঙ্কে ক্লিক করবেন না।
কোনও অ্যাপ ডাউনলোড করার আগে তার সত্যতা যাচাই করুন। সেই অ্যাপের রিভিউ থাকলে তা পড়ুন এবং সেটি যদি আপনাকে মেইল বা SMS এর মাধ্যমে পাঠানো হয় তাহলে ডাউনলোড করা থেকে বিরত থাকুন। কোনো ব্যাঙ্কিং অ্যাপ যদি ডাউনলোড করতে হয়, তাহলে বিশ্বস্ত ব্যাঙ্কিং ওয়েবসাইট থেকে যাচাই করে ডাউনলোড করুন।
বর্তমানে, বহু নকল অ্যাপ ছড়িয়েছে ইন্টারনেটে। হুবহু ব্যাঙ্কিং অ্যাপের মতো দেখতে এই অ্যাপগুলি অজান্তে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে। যা অনেকেই ধরতে পারেন না। তাই এই ধরনের অ্যাপ থেকে নিজে এবং বাকিদের সতর্ক করুন।