মোবাইল

Samsung Galaxy S25 Ultra সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড প্রসেসর ও ২০০ এমপি ক্যামেরা সহ লঞ্চ হল, দাম কত

Published on:

Samsung galaxy S25 Ultra launched with Snapdragon 8 Elite Chip 200-Megapixel Camera Price Specifications

গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে আজ লঞ্চ হল Samsung Galaxy S25 Ultra। এই ফোনের পাশাপাশি গ্যালাক্সি এস২৫ সিরিজের আরও দুটি ডিভাইস Galaxy S25 ও Galaxy S25+ এর উপর থেকেও পর্দা সরানো হয়েছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাওয়া যাবে ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ১ টিবি পর্যন্ত স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ স্টেবল কাস্টম স্কিন। আবার Samsung Galaxy S25 Ultra আপগ্রেড ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড রিয়ার ক্যামেরা সহ এসেছে, যা আইফোন ১৬ প্রো মডেলের মতো বিস্তৃত ভিডিও রেকর্ড করতে পারবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S25 Ultra এর দাম, কালার অপশন ও উপলব্ধতা

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২৯৯ ডলার, যা প্রায় ১,১২,৩০০ টাকা। হ্যান্ডসেটটি ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ১ টিবি স্টোরেজ সহ উপলব্ধ, যাদের দাম যথাক্রমে ১৪১৯ ডলার (প্রায় ১,২২,৭০০ টাকা) ও ১৬৫৯ ডলার (প্রায় ১,৪৩,৪০০ টাকা)। স্মার্টফোনটির প্রি-অর্ডার আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবং আগামী ৭:ফেব্রুয়ারি থেকে এর সেল শুরু হবে।

WhatsApp Community Join Now

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম সিলভারব্লু এবং টাইটানিয়াম হোয়াইটসিলভার কালারে সমস্ত ওয়েবসাইট ও রিটেল স্টোর থেকে কেনা যাবে। তবে ক্রেতারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক্সক্লুসিভ টাইটানিয়াম জেডগ্রিন, টাইটানিয়াম জেটব্ল্যাক এবং টাইটানিয়াম পিঙ্কগোল্ড কালার অপশন অর্ডার করতে পারবেন।

Samsung Galaxy S25 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চলবে, যা একাধিক এআই ফিচার অফার করবে। এতে নাউ ব্রিফ ফিচারও উপস্থিত, যা লক স্ক্রিনে গুরুত্বপূর্ণ তথ্যের সামারি বা নতুন নিউ বার দেখাবে। এর সাথে আপগ্রেড গুগল জেমেনি এআই অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে।

ডিসপ্লে

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি (১৪০০ x ৩১২০ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২এক্স স্ক্রিন। এই ডিসপ্লে ১ হার্টজ – ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ২৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা অ্যারমর প্রোটেকশন।

প্রসেসর, র‌্যাম ও স্টোরেজ

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা

স্যামসাংয়ের নতুন আল্ট্রা মডেলে এফ/১.৯ অ্যাপারচার সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ চারটি রিয়ার ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরা ২এক্স ইন সেন্সর জুম ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সাপোর্ট করবে। এর সাথে আছে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৫এক্স অপটিক্যাল জুম ও আইওএস সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ৩এক্স অপটিক্যাল জুম ও ওআইএস সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। আর সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড (আলাদাভাবে কিনতে হবে), ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ সাপোর্ট করবে।

অন্যান্য ফিচার

আইপি৬৮ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সহ আসা এই ডিভাইসসে স্যামসাংয়ের এস পেন স্টাইলাস সাপোর্ট করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন