Realme 14 Pro সিরিজ গত মাসে দুর্দান্ত ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপে Realme 14 Pro Lite নামে আরও একটি মডেল আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। তবে, এখানেই শেষ নয়। একটি নতুন রিপোর্ট Realme 14T 5G স্মার্টফোনের তথ্য ফাঁস করেছে। এটি একটি ব্র্যান্ড নিউ মডেল কারণ, রিয়েলমি তাদের সংখ্যাযুক্ত সিরিজে আজ পর্যন্ত টি-ব্র্যান্ডেড মডেল লঞ্চ করেনি।
Realme 14T কালার ও মেমরি অপশন
91মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, Realme 14T-এর মডেল নম্বর RMX5078 ও এটি ভারতীয় ভ্যারিয়েন্ট হতে চলেছে। ডিভাইসটি তিনটি র্যাম + স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং কালার অপশনে উপলব্ধ হবে। রিয়েলমির আসন্ন ফোনটি ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ও ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হবে।
এছাড়া, Realme পাওয়া যাবে তিনটি রঙের বিকল্পে — লাইটিং পার্পল , মাউন্টেনস গ্রিন এবং ওবসিডিয়ান ব্ল্যাক। উল্লেখ্য, Realme 14T সিরিজে একেবারে নতুন মডেল হিসাবে আসবে, যেখানে এখনও পর্যন্ত Realme 14 Pro, 14 Pro+ এবং Realme 14x অন্তর্ভুক্ত রয়েছে। তবে এটি দামের দিক থেকে কেমন হবে তা এই মুহূর্তে স্পষ্ট নয়।
Realme 14T স্মাটফোনটি এর আগে দেখা গিয়েছিল EEC (ইউরেশিয়ান ইকোনমিক কমিশন) ওয়েবসাইটে। যেগানে RMX5078 এর পাশাপাশি RMX5079 মডেল নম্বর উল্লেখ হয়েছে। অর্থাৎ ভারতীয় ছাড়াও ফোনটির আরও ভ্যারিয়েন্ট আছে। সে ক্ষেত্রে একাধিক দেশে লঞ্চের সম্ভাবনা দেখা যাচ্ছে। সার্টিফিকেশন থেকে কোনও স্পেসিফিকেশন প্রকাশ না হলেও, শীঘ্রই অফিসিয়াল লঞ্চের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।