মুখ্য সংবাদ

ঠান্ডায় বাইক কাবু হয়ে পড়ছে? শীতকালে নিজের বাহন ভাল রাখার পাঁচ সহজ টিপস

Published on:

top 5 winter bike maintenance tips

শীতকাল আসলেই মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় চালকদের। তাপমাত্রা নামতে শুরু করলে তার সঙ্গে বাইকের পারফরম্যান্স কমে যেতে পারে। তাই শীতে বাইকের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে বাইকের সঠিক রক্ষণাবেক্ষণ করলে গরমে ভাল সার্ভিস পাওয়া যায়। এই প্রতিবেদনে শীতকালে বাইক রক্ষণাবেক্ষণের জন্য ৫টি কার্যকর টিপস রইল।

১. ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন

শীতকালে বাইকের ইঞ্জিন অয়েল ঘন হয়ে যেতে পারে, যা ইঞ্জিনের কার্যক্ষমতায় প্রভাব ফেলে। তাই শীত শুরুর আগে বাইকের ইঞ্জিন অয়েল চেক করুন এবং প্রয়োজন হলে নতুন অয়েল ব্যবহার করুন। উপযুক্ত ইঞ্জিন অয়েল ব্যবহার করলে বাইকের ইঞ্জিন সহজেই স্টার্ট নেয়।

WhatsApp Community Join Now

২. ব্যাটারির উপর নজর রাখুন

ঠান্ডা আবহাওয়ায় ব্যাটারির চার্জ দ্রুত কমে যেতে পারে। তাই মোটরসাইকেলের বাইকের ব্যাটারি নিয়মিত চেক করুন এবং সম্পূর্ণ চার্জ দিয়ে রাখুন। যদি ব্যাটারিতে কোনো সমস্যা দেখা দেয়, তবে পুনরায় ব্যবহারের পরিবর্তে সেটি বদলে ফেলাই শ্রেয়।

৩. টাইারের গ্রিপ এবং প্রেসার পরীক্ষা করুন

শীতকালে বৃষ্টির মতো কুয়াশা পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে। তাই মোটরবাইকের টায়ারের গ্রিপ ভালো অবস্থায় আছে কিনা, ভাল করে চেক করুন। একইসঙ্গে টায়ারের সঠিক প্রেসার মেনে চলুন, কারণ কম প্রেসার স্লিপ খাওয়ার ঝুঁকি বাড়ায়।

৪. বাইক পরিষ্কার রাখুন ও মরিচা প্রতিরোধ করুন

শীতকালে বাইকে জলীয় বাষ্প জমে গিয়ে জং পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বাইক নিয়মিত পরিষ্কার করুন এবং শুকিয়ে নিন। রাস্ট প্রতিরোধের জন্য বাইকের ধাতব অংশগুলিতে অ্যান্টি-রাস্ট বা জং প্ররিরোধী স্প্রে ব্যবহার করুন।

৫. কভার ব্যবহার করুন ও বাইক গ্যারেজে রাখুন

শীতকালে বাইক বাইরে রেখে দিলে ঠান্ডা আবহাওয়া বাইকের বিভিন্ন অংশের ক্ষতি করতে পারে। তাই খোলা আকাশের নীচে পার্ক করার বদলে বাইক গ্যারেজে রাখুন অথবা ভালো মানের বাইক কভার ব্যবহার করুন। এটি বাইককে ঠান্ডা, ধুলো এবং শিশির থেকে সুরক্ষা দেবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন