টেলিকম

TRAI: রিচার্জ না করলেও ৯০ দিন সিম চালু থাকবে? সত্যি সামনে আনল ট্রাই

Published on:

Trai clarify 90 days sim active without recharge is not true

রিচার্জ না করলেও সিম কার্ড ৯০ দিন পর্যন্ত চলবে, সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই খবর। একাধিক রিপোর্টে বলা হচ্ছে, সিম কার্ডের বৈধতা নিয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই)-এর নতুন নিয়ম এটি। ট্রাইয়ের জারি করা নতুন নিয়মে নাকি নতুন ও পুরানো উভয় সিম কার্ড রিচার্জ ছাড়াই ৯০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে। কিন্তু এই খবর সঠিক নয়। ট্রাই জানিয়েছে, এই দাবি সঠিক নয় এবং এই বিষয়ে তারা কোনও নতুন নিয়ম জারি করেনি।

সিম চালু নিয়ে ট্রাই কি বলেছে

WhatsApp Community Join Now

এক্স-এ একটি পোস্টে, ট্রাই নিশ্চিত করেছে যে, সিম কার্ড চালু রাখা নিয়ে কোনো নতুন নিয়ম জারি করা হয়নি। এর পাশাপাশি তারা আরও বলেছে যে, সিম কার্ডের বৈধতা সম্পর্কিত বর্তমান নিয়মগুলি ১১ বছর ধরে বিদ্যমান।

পোস্টে ট্রাই স্পষ্ট করে জানিয়েছে, “টিসিপিআর (ষষ্ঠ সংশোধনী) অনুসারে, কোনও প্রিপেড ব্যবহারকারীর অ্যাকাউন্টে ন্যূনতম ২০ টাকা থাকলে ৯০ দিন পর্যন্ত তার মোবাইল নম্বর নিষ্ক্রিয় করা যাবে না। ন্যূনতম ব্যালেন্স বজায় থাকলে সিম নিষ্ক্রিয় না করার এই নিয়ম ১১ বছরের পুরানো। ”

এদিকে সম্প্রতি ট্রাই সমস্ত টেলিকম অপারেটরকে ইন্টারনেট ডেটা বাদ দিয়ে ভয়েস এবং এসএমএস-অনলি প্ল্যান আনার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ মেনে Jio, Airtel ও Vi ইতিমধ্যেই ভয়েস অনলি প্ল্যান লঞ্চ করেছে। তবে এই প্ল্যানগুলি গ্রাহকদের খুশি করতে পারেনি। কারণ গ্রাহকরা ভেবেছিল যে ডেটা বাদ দিলে অনেক সস্তায় প্ল্যানগুলি রিচার্জ করা যাবে। তবে বাস্তবে সংস্থাগুলি ভ্যালু প্ল্যান থেকে ডেটা সরিয়ে দিয়ে প্রায় আগের দামেই ভয়েস অনলি প্ল্যান লঞ্চ করেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন