মোবাইল

সীমিত সময়ের অফার, ২০০০ টাকা ডিসকাউন্টে সেরা ফিচারের Realme ফোন

Published on:

Amazon sale get rs 2000 coupon discount on realme narzo 70 turbo 5g for limited time deal

আপনি যদি বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন কিনতে চান তাহলে Realme Narzo 70 Turbo কিনতে পারেন। ডিভাইসটিতে এই সেগমেন্টের দ্রুততম এআই প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি বৃহত্তম স্টেইনলেস স্টিল ভেপার কুলিং চেম্বার সহ এসেছে। এছাড়া ফোনে পাওয়া যাবে প্রিমিয়াম ফিনিশ বিল্ড কোয়ালিটি।

Realme Narzo 70 Turbo আদতে গেমিং কিলার ডিভাইস হিসাবে লঞ্চ হয়েছিল এবং এতে ৬০৫০ বর্গমিটারের কুলিং চেম্বার উপস্থিত, যাতে দীর্ঘক্ষণ গেম খেললে ফোনটি গরম না হয়। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে।

WhatsApp Community Join Now

Realme Narzo 70 Turbo ফোনের সাথে পাবেন বিশেষ অফার

এই রিয়েলমি স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ১৬,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ২,০০০ টাকা কুপন ডিসকাউন্ট আছে, যার কারণে এর দাম কমে হবে ১৪,৯৯৮ টাকা। সাথে রয়েছে নো-কস্ট ইএমআই অফার।

আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করে রিয়েলমি ডিভাইস কিনলে সর্বোচ্চ ১৫,৮৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এই মূল্য নির্ভর করবে পুরনো ফোনের মডেল এবং এর অবস্থার ওপর। ডিভাইসটি ধূসর, সবুজ এবং হলুদ রঙে এসেছে।

রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিটসপিক ব্রাইটনেস সহ ৬.৬৭-ইঞ্চি OLED ডিসপ্লে আছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর দ্বারা চালিত এবং ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ফোনে ৪৫ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন