মুখ্য সংবাদ

২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro 5G ফোন‌ সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে এখানে

Updated on:

Redmi note 13 pro 5g 200 megapixel camera price drop discount offer

ফ্লিপকার্টে শুরু হয়েছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে প্রায় সব কোম্পানির স্মার্টফোনে দারুণ ডিল পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনি যদি দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে এই সেলে আপনার জন্য দুর্দান্ত অফার রয়েছে। এই অফারটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro 5G ফোনের সাথে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা।

আবার ৭৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকে তাহলে আপনি ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এক্সচেঞ্জ অফারে ফোনটি ১৯,৪৫০ টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের শর্ত, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

WhatsApp Community Join Now

Redmi Note 13 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনে ২৭১২x১২২০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৬৭-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ১৮০০ নিটস। ডিসপ্লে সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস উপলব্ধ। পারফরম্যান্সের জন্য ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা বর্তমান।

এই ক্যামেরাগুলি হল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন