অটোকার

মধ্যবিত্তের বাজেটে অলরাউন্ডার বাইক লঞ্চ করছে KTM, লঞ্চের আগেই ফাঁস হল ফিচার্স

Published on:

ktm 250 adventure launch details leaked specs features

কিছুদিন আগেই উন্মোচন হয়েছে নতুন KTM 390 Adventure মোটরসাইকেল। এখন অপেক্ষা সেই বাইকের দাম ঘোষণা হওয়ার। তবে তার আগেই আরও একটি মডেল KTM 250 Adventure বাইকের ফিচার্স ফাঁস হল। এটি লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। সম্প্রতি বাইকের নতুন ছবি প্রকাশ করেছে কোম্পানি। জানা গিয়েছে, বাইকটি 390 Adventure থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছে কেটিএম।

আবার নতুন মডেলে হার্ডওয়্যার ও ইঞ্জিন ফিচার্স নেওয়া হয়েছে Duke 250 এর থেকে। আসন্ন 250 Adventure একটি মাত্র ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মিলবে দুটি রঙ – কমলা এবং সাদা। আগামী কয়েক মাসের মধ্যে দাম ঘোষণা করা হবে বলে অনুমান করা হচ্ছে।

WhatsApp Community Join Now

KTM 250 Adventure: স্পেসিফিকেশন ও ফিচার্স

কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চারে মিলবে অ্যালয় হুইল এবং রোড-বায়াসড টায়ার, যা এন্ট্রি-লেভেল ৩৯০ অ্যাডভেঞ্চার এক্স ভ্যারিয়েন্টে রয়েছে। বাইকে দেখা যাবে একটি উল্লম্বভাবে স্ট্যাক করা ডুয়াল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প সেটআপ, যা একটি পাতলা এলইডি ডিআরএল-এর মধ্যে যুক্ত। এছাড়া পাওয়া যাবে একটি লম্বা উইন্ডস্ক্রিন, স্প্লিট-সিট, একটি আপসোয়াইপ এক্সহস্ট মাফলার, ইঞ্জিন সাম্প গার্ড এবং হ্যান্ডগার্ড।

বাইকে ইঞ্জিন ক্যাপাসিটি থাকবে আপডেট করা ২৪৯ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন, যা ৩০ হর্সপাওয়ার শক্তি এবং ২৫ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনটি ছয় স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত, যার সাথে একটি স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ পাওয়া যাবে। নতুন মডেলে বাইকের সাসপেনশনটি সংশোধন করা হয়েছে।

সামনের দিকে ২০০ মিলিমিটার এবং পিছনের দিকে ২০৫ মিলিমিটার সেটআপ। দু’চাকাতেই পাওয়া যাবে ডিস্ক ব্রেক। সঙ্গে মিলবে ডুয়াল চ্যানেল ABS। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি আগের থেকে ০.৫ লিটার কমিয়ে ১৪ লিটার করা হয়েছে। অন্যান্য ফিচার্সের মধ্যে পাওয়া যাবে ৫ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট প্যানেল, যা ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে কানেক্ট করা যাবে।

নতুন মডেলে মিলবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল, এসএমএস সতর্কতা এবং মিউজিক কন্ট্রোল। আসন্ন কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চারে দুটি বড় সংযোজন হল, রাইড-বাই-ওয়্যার থ্রটল এবং দ্বি-মুখী কুইকশিফটার। সঙ্গে ইউএসবি সি-টাইপ চার্জিং পোর্টও পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন