কাউন্টারপয়েন্ট রিসার্চ সম্প্রতি ২০২৪ সালে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের একটি লিস্ট প্রকাশ করেছে। এই লিস্টে রয়েছে গতবছরের ১০টি সর্বাধিক বিক্রিত ফোনের ধাম। এরমধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইস হল Samsung Galaxy A14 5G। এর দাম ১০ হাজার টাকার কাছাকাছি। তাই আপনি যদি ১০-১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন কিনতে চান তাহলে Galaxy A14 5G বেছে নিতে পারেন। আর ফ্লিপকার্টে এখন স্মার্টফোনটি লঞ্চের সময়ের থেকে ৮,০০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি।
Samsung Galaxy A14 5G ফোনে ৮,০০০ টাকা ছাড়
স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ডিভাইসের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বর্তমানে ফ্লিপকার্টে ৮,০০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। এরপর ডিভাইসটি ১২,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। এর অন্যান্য ভ্যারিয়েন্টেও ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, তবে প্রতিবেদনটি লেখার সময়, অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি আউট অফ স্টক আছে।
প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি এর ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ২০,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এছাড়াও আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার আপনি যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে ৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। ডিভাইসটি ডার্ক রেড, লাইট গ্রিন এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে এসেছে।
আরও পড়ুনঃ অনেকটাই সস্তা হল Motorola G85 5G, শক্তিশালী ব্যাটারি সহ আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি এর ফিচার
স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ডিভাইসটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এতে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি + এলসিডি প্যানেল আছে। ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।