দামি ম্যাকবুক ক্ষতি করার জন্য নতুন ম্যালওয়্যার ভাইরাস ছড়াচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। সেন্টাইন ল্যাবের গবেষকরা সম্প্রতি এক নতুন ভাইরাসের খোঁজ পেয়েছেন, যার নাম “Ferrat”। এটি পূর্ববর্তী ভাইরাসের পরবর্তী সংস্করণ, যা ম্যাকবুকে প্রবেশ করে নিরাপত্তা স্তরকে এড়িয়ে নানা তথ্য ছুরি করতে পারে। ব্যবহারকারীর অজান্তে ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে, দূর থেকে তা নিয়ন্ত্রণ করতে পারে সাইবার অপরাধীরা।
গবেষকরা ইঙ্গিত দিচ্ছেন যে, প্রতারণা করে থাকে এমন কোনও অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করা হলে, ফেরেট ম্যাকবুকে প্রবেশ করার অনুমতি পায়। এটি প্রায়শই ভুয়ো চাকরির সাক্ষাৎকার বা অনুরূপ অন্যান্য অনলাইন জালিয়াতির মাধ্যমে ঘটে। জালিয়াতি চলাকালীন, সাক্ষাৎকার প্রদানকারী ব্যক্তিকে একটি কোড ডাউনলোড করতে বলা হয়। উদাহরণস্বরূপ একটি “ক্রোম আপডেট” বা একটি “জুম আপডেট”। কোডটি ডাউনলোড করার সাথে সাথেই, ফেরেটের সর্বশেষ সংস্করণটি সিস্টেমে ইনস্টল হয়ে যায় সেই ডিভাইসে এবং এটি ব্যাকগ্রাউন্ডে সমস্ত ব্যবহারকারীর ডেটা সংগ্রহ ও চুরি করতে শুরু করে।
এই ফেরেট ম্যালওয়্যার হুমকি সম্পর্কে অ্যালার্ট করেছে অ্যাপল। কোম্পানি জানিয়েছে, ম্যাকবুকগুলিতে অ্যাপলের এক্সপ্রোটেক্ট বৈশিষ্ট্য রয়েছে। ফেরেট প্রতিরোধ করার জন্য এই বৈশিষ্ট্যটি সম্প্রতি আপডেট করা হয়েছে। তাই যদি আপনি আপনার ম্যাকবুক সিস্টেমে সফ্টওয়্যার আপডেট এসে থাকে, তাহলে ইনস্টল করুন। সিস্টেম আপডেট করলে ম্যালওয়্যার থেকে রক্ষা পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল।
আরও পড়ুনঃ Aadhaar Authentication Portal: আধার নিয়মে পরিবর্তন, নতুন পোর্টাল আনছে কেন্দ্র, বিস্তারিত জেনে নিন
প্রসঙ্গত, নানা টেক রিপোর্ট অনুযায়ী, ফেরেট ম্যালওয়্যার প্রথম ২০২৪ সালের ডিসেম্বরে শনাক্ত করা হয়েছিল। এটি উত্তর কোরিয়ার সংক্রামক সাক্ষাৎকার প্রচারণার অংশ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। যেখানে সাইবার অপরাধী এবং হ্যাকাররা ভুয়ো চাকরির সাক্ষাৎকারের মাধ্যমে ব্যবহারকারীদের লোভ দেখিয়ে ফেরেট ইনস্টল করার জন্য প্রতারণা করে থাকে।