মুখ্য সংবাদ

ভবিষ্যতে ফোনের ব্যবসা বন্ধ করছে Apple? আইফোনকে বদলে দেবে ইলেকট্রনিক ডিভাইসের রিমোট কন্ট্রোলে?

Published on:

Apple patent suggest apple to turn iphone to remote control for electronic devices

ঘরে আইফোন বা আইপ্যাড থাকলে সেটা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস। রিমোট কন্ট্রোল হিসাবে কাজ করবে আপনার আইফোন। এমনই এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল। নতুন উদ্ভাবন নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে মার্কিন সংস্থা। ইতিমধ্যে তার পেটেন্টও ফাইল করেছে অ্যাপল। আশ্চর্যের বিষয় হল, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৯৫,৫০০টি পেটেন্ট ফাইল করেছে সংস্থাটি।

এদের মধ্যে থেকে একটি পেটেন্ট মনে করাচ্ছে যে, অ্যাপল এমন এক প্রযুক্তির উপর কাজ করছে, যা আইফোন বা আইপ্যাডকে অল-ইন-ওয়ান রিমোট কন্ট্রোলে রূপান্তরিত করবে। বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস পরিচালনা করা যাবে এই কন্ট্রোলার দিয়ে। উল্লেখ্য, অ্যাপলের নতুন অনুমোদিত পেটেন্টগুলির মধ্যে একটি, যার শিরোনাম “কন্ট্রোলিং ইলেকট্রনিক ডিভাইস বেসড অন ওয়্যারলেস রেঞ্জিং”। এটি প্রথম অ্যাপল ইনসাইডার দ্বারা প্রকাশিত হয়েছিল।

WhatsApp Community Join Now

এই পেটেন্ট ইঙ্গিত দেয় যে, অ্যাপল একটি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের টিভি, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে যানবাহন এবং গেমিং কনসোল পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করতে দেবে। এই সমস্ত কিছু তাদের ডিভাইসের একটি সাধারণ তরঙ্গ দিয়ে পরিচালনা করবে। এবং সেই ডিভাইসটি আইফোন বা আইপ্যাড হতে পারে।

কীভাবে রিমোট কন্ট্রোল হিসাবে কাজ করবে আইফোন বা আইপ্যাড?

অ্যাপল ব্যাখ্যা করেছে যে, এই ওয়্যারলেস কন্ট্রোলিং সিস্টেমে, ডিভাইসটি (ধরা যাক আইফোন) কখন ব্যবহারকারী একটি ডিভাইস নিয়ন্ত্রণ করতে চান তা শনাক্ত করবে এবং কোনটি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে তা নির্ধারণ করবে। এর মধ্যে অভিযোজন এবং সম্ভবত অঙ্গভঙ্গি-ভিত্তিক কমান্ডের মতো বিষয়গুলিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

উদাহরণস্বরূপ, পেটেন্ট ব্যাখ্যা করে, “একটি ওয়্যারলেস ডিভাইস আনলক করার জন্য যে বায়োমেট্রিক দিতে হয়, যেমন – পাসকোড বা আঙুলের ছাপ, তা দিতে হবে না। একটি অভিনব ইউজার ইন্টারফেস সিস্টেম ডিভাইসটির উপর বা তার সাথে যুক্ত একটি ইউজার ইন্টারফেসের শারীরিক যোগাযোগের প্রয়োজনীয়তা দূর করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন