সরকার মালিকাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এবং মহানগর টেলিফোন নিগম লিমিটেড (MTNL) ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য সরকারের কাছ থেকে ৬০০০ কোটি টাকা পেতে চলেছে। পরিকল্পিত মূলধন ব্যয়ের ঘাটতি পূরণের জন্য, রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানিগুলিকে এই তহবিল দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে BSNL যত তাড়াতাড়ি সম্ভব ৪জি চালু করার চেষ্টা করছে। ইতিমধ্যেই দেশীয় প্রযুক্তিতে চালিত ৬৫ হাজার ৪জি সাইট স্থাপন করেছে কোম্পানিটি। এই সাইটগুলি সক্রিয় করা হয়েছে এবং আগামী সপ্তাহগুলিতে আরও সাইট সক্রিয় হওয়ার আশা করা হচ্ছে।
বিএসএনএল সম্প্রতি ঘোষণা করেছে যে তারা কেরালায় ৫,০০০ এরও বেশি ৪জি সাইট স্থাপন করেছে, যা কোম্পানির জন্য একটি বিশাল মাইলফলক। এর ফলে এই অঞ্চলের গ্রাহকরা আরও ভালো ৪জি কভারেজ এবং নেটওয়ার্ক পরিষেবা পাবেন। উল্লেখ্য, গত কয়েক মাসে বিএসএনএল কয়েক হাজার নতুন গ্রাহক যুক্ত করতে সক্ষম হয়েছে। বেসরকারি টেলিকম অপারেটরগুলি ট্যারিফ বাড়ানোর কারণে গ্রাহকরা সস্তা বিকল্প বেছে নেওয়া শুরু করেছে।
সোমবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাগুলির জন্য ৬,০০০ কোটি টাকার অতিরিক্ত তহবিল অনুমোদন করেছে। এই খবরের পর MTNL-এর শেয়ারের দাম প্রায় ১০% বৃদ্ধি পায়। তবে তার কিছুক্ষণ পরই শেয়ারের দাম কমে এবং গোটা দিনে বৃদ্ধির হার থাকে প্রায় ২%।
মুম্বাই এবং দিল্লিতে MTNL-এর মোবাইল নেটওয়ার্ক পরিচালনা করে BSNL। ভবিষ্যতে, BSNL MTNL-এর সম্পূর্ণ কার্যক্রম গ্রহণ করা হবে এমনটা আশা করা হচ্ছে। ৪জি পরিষেবা চালু হওয়ার পর, BSNL নির্বাচিত কিছু সার্কেলে গ্রাহকদের জন্য ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনাও করছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।