মোবাইল

শুরু হল Vivo V50 ফোনের প্রি-অর্ডার, চমৎকার ক্যামেরা সহ পাবেন সেরা ফিচার

Published on:

Vivo v50 pre order starts in india with combo offers price in india tipped

সম্প্রতি Vivo V50 স্মার্টফোন লঞ্চের তারিখ সামনে এসেছে। এই ডিভাইসটি ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২টায় ভারতের বাজারে লঞ্চ হবে। এটি ফ্লিপকার্ট, অ্যামাজন ইন্ডিয়া এবং ভিভো ইন্ডিয়ার মাধ্যমে কেনা যাবে। এতে জেইস অপটিক্স থাকবে, যা ব্যবহারকারীদের পেশাদার ছবি পাঠাতে দেবে। এই মুহূর্তে Vivo V50 প্রি-অর্ডার করা হচ্ছে। এই উপলক্ষে বেশ কিছু আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে ভিভো। এই প্রি-রিজার্ভেশন অফার ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যাবে।

Vivo V50 এর সাথে প্রি-রিজার্ভেশন অফার

ভিভো ভি৫০ প্রি-অর্ডার করলে কম্বো অফার পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে ১ বছরের অতিরিক্ত ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন প্ল্যান (ভি-শিল্ড) মাত্র ৯৯৯ টাকায়। প্রসঙ্গত, ভিভোর সিকিউরিটি প্ল্যান শুরু হচ্ছে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে দামের ডিভাইসের জন্য ৪,৬৯৮ টাকা থেকে।

Vivo V50 এর ফিচার ও স্পেসিফিকেশন (লিক)

ভিভো ভি৫০ ফোনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ভিভোর ক্যামেরা-বায়োনিক স্পেকট্রাম থাকবে। এতে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হবে যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। উভয় সেন্সরে জেইস লেন্স থাকবে। ডিভাইসটি অরা লাইট সহ আসবে। হ্যান্ডসেটটি পেশাদার-গ্রেড ফটোগ্রাফির জন্য বোকেহ এবং জুম সাপোর্ট করবে। এতে জেইস গ্রুপ সেলফি সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে

Vivo V50 ভারতের সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে, যেখানে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি আইপি৬৮ এবং আইপি৬৯-রেটিং সহ আসবে। ফোনটি শট ডায়মন্ড শিল্ড গ্লাসের সাথে আসতে পারে। এতে কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। আর পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে।