সম্প্রতি ফ্রান্সে গ্লোবাল এআই সামিটে (Paris AI Summit) অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈশ্বিক রাজনীতি, পরিবেশ ও সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব কীভাবে ইতিবাচক উপায়ে ব্যবহার করা যায় তা নিয়ে এই বৈঠক আয়োজন করা হয়। এই বৈঠকের পোশাকি নাম এআই অ্যাকশন সামিট।
এদিন, প্যারিসে এআই অ্যাকশন সামিটের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে পরবর্তী গ্লোবাল এআই সামিট আয়োজন করতে পেরে গর্বিত হবে ভারত। এই সামিটের মাধ্যমে তিনি অংশীদারদের মধ্যে দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্যের উপর আলোকপাত করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “গ্লোবাল পার্টনারশিপ ফর এআই”-কে আরও অন্তর্ভুক্তিমূলক করার প্রস্তাবও দিয়েছেন। এর মাধ্যমে যাতে দক্ষিণের দেশগুলিকে যুক্ত করা যায় এবং ভবিষ্যতে এআই সহযোগিতায় তাদের অগ্রাধিকার, উদ্বেগ এবং চাহিদাগুলি সমাধান করা যায় তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, যে ভারতে জনকল্যাণের লক্ষ্যে সক্রিয়ভাবে এআই অ্যাপ্লিকেশনগুলি তৈরি করা হচ্ছে এবং বিশ্বের বৃহত্তম এআই প্রতিভা রয়েছে এই দেশে। তাঁর মতে, এআই-কে সকলের জন্য উপকারী করে তুলতে, প্রযুক্তিটির অভিজ্ঞতা এবং দক্ষতা অবদান রাখতে প্রস্তুত ভারত।
বাকি দেশগুলির মতো ভারতও ক্রমাগত এআই ক্ষেত্রে নানা উদ্ভাবন ও গবেষণা করে চলেছে। প্রধানমন্ত্রী মোদীর অভিমত যে ভারত তার বৃহৎ ভাষা মডেল (এলএলএম) তৈরির উপর কাজ করছে, যা দেশের বৈচিত্র্যকে প্রতিফলিত করে। পাশাপাশি, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল স্টার্টআপ এবং গবেষকদের জন্য সাশ্রয়ী মূল্যে কম্পিউটিং পাওয়ার পরিষেবা দেওয়ার সুযোগ হাজির করেছে।
অন্যদিকে, তিনি মনে করেন যে সাইবার নিরাপত্তা, বিভ্রান্তিকর তথ্য এবং ডিপফেক সম্পর্কিত উদ্বেগগুলি সমাধান করতে হবে। এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি।