মুখ্য সংবাদ

পলিসিতে বদল আনল Facebook, ব্যবহারকারীদের অবশ্যই জানতে হবে, নইলে ডিলিট হবে…

Published on:

Facebook will delete live videos after 30 days update policy

ক্রিয়েটর ও ব্যবহারকারীদের জন্য বড় আপডেট ঘোষণা করল সোশ্যাল মিডিয়া জায়েন্ট Facebook। কোম্পানি জানিয়েছে যে, একটি নির্দিষ্ট সময়ের পরে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে লাইভ ভিডিয়ো। সম্প্রতি একটি ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে মেটা। নতুন পলিসি অনুযায়ী, ব্যবহারকারীদের প্রোফাইল বা পেজ থেকে স্ট্রিম করা লাইভ ভিডিয়োগুলি ৩০ দিন পরে সরিয়ে ফেলা হবে।

২০১৬ সালে প্রথম লাইভ ভিডিয়ো বৈশিষ্ট্যটি চালু হয় ফেসবুকে। ফেসবুক লাইভ (Facebook Live) নামে পরিচিত বৈশিষ্ট্যটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ক্রিয়েটরদের মধ্যে। লাইভ ভিডিয়োর মাধ্যমে ফলোয়ার্স এবং বন্ধুদের সাথে রিয়েল-টাইম অভিজ্ঞতা ভাগ করার সুবিধা পাওয়া যায়। মেটা জানিয়েছে যে, ১৯ ফেব্রুয়ারি থেকে লাইভ স্ট্রিম করা ভিডিয়োগুলি ৩০ দিনের সময়কালের পরে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। তবে ব্যবহারকারীরা এই সময়সীমার মধ্যে তাদের ভিডিয়োগুলি ডাউনলোড করার সুযোগ পাবেন।

ফেসবুক লাইভ ভিডিয়ো কীভাবে ডাউনলোড করা যাবে?

একটি ভিডিয়ো ডাউনলোড করতে, ব্যবহারকারীদের তাদের ফেসবুক প্রোফাইল, পেজ অথবা মেটা বিজনেস স্যুটে যেতে হবে। লগ ইন করার পর, তারা ভিডিয়ো ট্যাবটি খুঁজে পাবেন এবং ওয়েব ব্যবহারকারীরা লাইভ ট্যাবটি অ্যাক্সেস করতে পারবেন। সেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দের ভিডিয়োটি সিলেক্ট করে ফুল স্ক্রিন মোডে প্রবেশ করতে পারবেন। তারপর ডাউনলোড ভিডিয়ো অপশনে ক্লিক করতে হবে।

একসঙ্গে অনেকগুলি ফেসবুক ভিডিয়ো ডাউনলোড কীভাবে?

যারা একসাথে একাধিক ফেসবুক লাইভ ভিডিয়ো ডাউনলোড করতে চান, তারা নোটিফিকেশন আইকনে ট্যাপ করে ডাউনলোড ফ্লো বেছে নিতে পারেন।

ব্যবহারকারীদের পছন্দসই তারিখ নির্দিষ্ট করার পর একটি ডিভাইসের অবস্থান সিলেক্ট করতে হবে। যাতে তারা একটি ডাউনলোডযোগ্য ফাইল তৈরি করে, একসাথে বেশ কয়েকটি ভিডিয়ো ডাউনলোড করতে পারেন।

ব্যবহারকারীরা এক বা একাধিক ভিডিয়ো ডাউনলোড করার জন্য তাদের ফেসবুক পেজের অ্যাক্টিভিটি লগ অ্যাক্সেস করতে পারেন।