মোবাইল

Samsung ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আসছে বছরের সবচেয়ে বড় আপডেট

Published on:

Samsung oneui 7 update eligible smartphones list roadmap

স্যামসাং ব্যবহারকারীদের জন্য সুখবর। কারণ একাধিক Samsung স্মার্টফোনে শীঘ্রই আসছে One UI 7 আপডেট। এই আপডেটের পর ডিভাইসগুলিতে নতুন ডিজাইন, স্মুথ অ্যানিমেশন এবং দ্রুত পারফরম্যান্স পাওয়া যাবে। আপাতত এই আপডেট গ্যালাক্সি এস২৪-এর বিটা টেস্টারদের জন্য উপলব্ধ। স্যামসাং বর্তমানে এই আপডেটটি সমস্ত ফোনে দেওয়ার আগে বাগ ঠিক করছে।

One UI 7 আপডেট কবে পাওয়া যাবে?

ওয়ান ইউআই ৭ আপডেট বেশিরভাগ স্যামসাং ফোনে ঠিক কবে আসবে বর্তমানে তার কোনও টাইমলাইন নেই, তবে বছরের দ্বিতীয় কোয়ার্টারে চলে আসবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুসারে বেশিরভাগ Galaxy S সিরিজের ফোনগুলি এপ্রিলে স্টেবল ওয়ান ইউআই ৭ আপডেট পাবে। এরপর Galaxy Z সিরিজ, M সিরিজ, A সিরিজ এবং F সিরিজের বিভিন্ন ডিভাইসে ধীরে ধীরে আপডেটটি আসবে।

আপনি যদি ওয়ান ইউআই ৭ আপডেটের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আপনার স্যামসাং গ্যালাক্সি ডিভাইসটি আপডেট পাওয়ার জন্য উপযুক্ত কিনা তা জেনে রাখা উচিত। আসুন কোন কোন স্যামসাং ফোনে নতুন আপডেট পাওয়া যাবে জেনে নেওয়া যাক।

এই স্যামসাং ফোনগুলি পাবে ওয়ান ইউআই ৭ আপডেট

স্যামসাং গ্যালাক্সি এস সিরিজ: S24, S24+, S24 Ultra, S24 FE, S23, S23+, S23 Ultra, S23 FE, S22, S22+, S22 Ultra, S21, S21+, S21 Ultra, S21 FE।

স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজ: Fold SE, Fold 6, Flip 6, Fold 5, Flip 5, Fold 4, Flip 4, Fold 3, Flip 3।

গ্যালাক্সি এ সিরিজ: A73, A55, A54, A35, A34, A33, A25, A24, A23, A16 (LTE/5G), A15 (LTE/5G), A14 (LTE/5G), A06, A05s।

গ্যালাক্সি এম সিরিজ: M55, M55s, M54, M53, M35, M34, M33, M15, M14 (LTE/5G), M05।

গ্যালাক্সি এফ সিরিজ: F55, F54, F34, F15, F05।

এই লিস্টে যদি আপনার ফোন থেকে থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন। শীঘ্রই আপনার ডিভাইসে নতুন আপডেট চলে আসবে। তবে লিস্টে না থাকলে আপনাকে অফিসিয়াল আপডট রোডম্যাপ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।