১৬ ইঞ্চি HP থেকে Lenovo ল্যাপটপে বাম্পার ডিসকাউন্ট, এখান থেকে অর্ডার করলে বেশি ফায়দা

যারা বড় ডিসপ্লের ল্যাপটপ কিনতে চান তাদের জন্য সুখবর। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এখন ১৬ ইঞ্চি ল্যাপটপে লোভনীয় ডিল দিচ্ছে। যেকারণে দামি দামি ল্যাপটপ অনেক সাশ্রয়ী মূল্যে কিনে নেওয়া যাবে। এছাড়াও ডিভাইসগুলি নো কস্ট ইএমআই অফার এবং এক্সচেঞ্জ অফার সহ পাওয়া যাবে। চলুন কোন কোন ল্যাপটপ কত টাকায় বিক্রি হচ্ছে দেখে নেওয়া যাক।
অ্যামাজনে ১৬ ইঞ্চি ল্যাপটপে দারুন ছাড়
Lenovo Thinkbook 16
এই লেনোভো ল্যাপটপে আছে ১৬ ইঞ্চি ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৭ ৭৭৩০ইউ প্রসেসর। এটি ১৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলে। এর দাম ৫৪,৯৯০ টাকা। এটি অ্যামাজন থেকে মাসিক ২,৬৬৬ টাকা মাসিক কিস্তিতে কেনা যাবে। আবার এইচএসবিসি ব্যাঙ্কের কার্ডে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
HP Pavilion AI Laptop
এইচপি প্যাভিলিয়ন এআই ল্যাপটপটির ওজন ১৭৭ গ্রাম। এটি উইন্ডোজ ১১ ওএস সহ এসেছে। এই ল্যাপটপে পাওয়া যাবে ১৬ ইঞ্চি ডিসপ্লে। এই ডিভাইসে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ১২৫ইউ প্রসেসর। এটি ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। এর দাম ৭০,৯৯০ টাকা। এর মাসিক কিস্তি শুরু হয়েছে ৩,৪৪২ টাকা থেকে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে এটি ৩,০০০ টাকা ছাড়ে কেনা যাবে।
ASUS Vivobook 16
আসুস ভিভোবুক ১৬ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই৩-১২১৫ইউ ১২তম প্রজন্মের প্রসেসর। এই ডিভাইসে ১৬ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ল্যাপটপটির ওজন ১.৮৮ গ্রাম। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ল্যাপটপটির দাম ৩৫,৯৯০ টাকা। এটি মাসিক ১,৭৪৫ টাকা কিস্তিতে কেনা যাবে। এইচএসবিসি ব্যাঙ্কের কার্ডে ১৫০০ পর্যন্ত ছাড় রয়েছে।