মোবাইল

লঞ্চের পরপরই ৫ হাজার টাকা দাম কমলো Vivo V50 5G ফোনের, রিলস ভিডিও বানানোর জন্য সেরা

Updated on:

Vivo v50 5g with 50mp selfie camera discount offer on Flipkart month end mobile festival sale

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Vivo V50 5G স্মার্টফোন। এই ফোনটিই এখন ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে কম দামে পাওয়া যাচ্ছে। এটি ৫ হাজার টাকা ফ্লাট ডিসকাউন্ট ও ৩,৬৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার সহ বিক্রি হচ্ছে। ফিচারের কথা বললে এতে আছে কোয়াড কার্ভড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। আসুন Vivo V50 5G কত দামে সেলে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Vivo V50 5G এর দাম ও ফ্লিপকার্ট সেলে অফার

ভিভো ভি৫০ ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেল চলাকালীন এটি কম দামে কেনা যাচ্ছে। এই মুহূর্তে ডিভাইসটি ফ্লিপকার্টে ৩৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ৫০০০ টাকা ছাড় পাবেন।

আবার ভিভো ভি৫০ ৫জি কেনার সময় আপনি যদি যেকোনো ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে ৩৫০০ টাকা ছাড় পাবেন। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৩,৬৫০ টাকা ক্যাশব্যাক দেওয়া হয়। উপরন্তু, আপনি পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ২৩,৬০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

Vivo V50 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ভি৫০ ৫জি ডিভাইসে আছে ৬.৭৭ ইঞ্চি কোয়াড কার্ভড ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর রেজোলিউশন ২৩৯২ x ১০৮০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য Vivo V50 5G ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।