টেলিকম

মাত্র ২০ টাকায় ১৪ দিন ভ্যালিডিটি, Jio ও Airtel এর এই ফাটাফাটি রিচার্জ প্ল্যানে আছে অনেক সুবিধা

Published on:

Jio Airtel two prepaid plan comparison rs 999 vs rs 979 data unlimited call 98 days validity

Reliance Jio এবং Airtel উভয় টেলিকম সংস্থাই একাধিক প্রিপেড প্ল্যান অফার করে, যেখানে লম্বা ভ্যালিডিটি সহ প্রচুর ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। তবে এই প্রতিবেদনে আমরা Jio ও Airtel এর দুটি প্ল্যান সম্পর্কে বলবো, যেগুলির মধ্যে ২০ টাকার পার্থক্য আছে। এই প্ল্যান দুটির দাম যথাক্রমে ৯৯৯ টাকা এবং ৯৭৯ টাকা।

এরমধ্যে জিও-র প্রিপেড প্ল্যানে প্রায় ১০০ দিনের কাছাকাছি ভ্যালিডিটি পাওয়া যায়। অন্যদিকে ২০ টাকা কম খরচে ৯৭৯ টাকার প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা পাবে ৮৪ দিনের ভ্যালিডিটি। আসুন এদের অন্যান্য সুবিধাগুলি দেখে নেওয়া যাক।

আরও পড়ুন:  Jio Starlink: মুকেশ আম্বানির মাস্টারস্ট্রোক, ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে জোট বাঁধলো জিও

Jio-র ৯৯৯ টাকার প্ল্যান

এই জিও প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধা পাওয়া যাবে। এখানে ৯৮ দিনের ভ্যালিডিটি সহ রোজ ২ জিবি দৈনিক ডেটা উপভোগ করা যাবে। আপনি যদি যোগ্য ব্যবহারকারী হন তাহলে এখানে আনলিমিটেড ৫জি ডেটাও ব্যবহার করতে পারেন। গ্রাহকরা জিও ক্লাউড এবং জিও টিভির অ্যাক্সেস পাবেন।

আরও পড়ুন:  ভারতে Airtel এর হাত ধরে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার সূচনা Starlink এর, চাপে পড়ল জিও

Airtel-র ৯৭৯ টাকার প্ল্যান

এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি সহ দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যাবে। ব্যবহারকারীরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন। উপরন্তু, এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পাওয়া যাবে, যেখানে ২২ টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে। এখানেও আনলিমিটেড 5G ডেটা উপভোগ করা যাবে।