এই মুহূর্তে আপনি যদি 5G স্মার্টফোন কিনতে চান কিন্তু বাজেট ১০,০০০ টাকার কম হয় তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ফ্লিপকার্ট এবং অ্যামাজনের ১০,০০০ টাকার নিচে উপলব্ধ নতুন কয়েকটি 5G ফোনের বিষয়ে বলবো। আসুন এদের নাম ও ফিচার জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F06 5G
এই ফোনটি ফ্লিপকার্টে ৯,৪৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এই দামে আপনি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাবেন। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি ৬৩০০ চিপ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।
POCO M7 5G
এই ডিভাইসটি ফ্লিপকার্টে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এই দাম হ্যান্ডসেটটির ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এতে আছে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপ এবং ৫১৬০ এমএএইচ ব্যাটারি।
Samsung Galaxy M06 5G
অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের দাম ৯,৯৯৯ টাকা। এই দাম ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এই ডিভাইসে আছে ৫০০ টাকা ডিসকাউন্ট কুপন। এই ফোনে HD+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি ৬৩০০ চিপ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
POCO C75 5G
এই ফোনটি ফ্লিপকার্টে ৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। এই দামে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাবেন। স্মার্টফোনটি ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপ এবং ৫১৬০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।