মুখ্য সংবাদ

AC Blast: এসি বিস্ফোরণে প্রাণ হারালেন দিল্লির এক বাসিন্দা, বাতানুকূল যন্ত্র ব্যবহারের সময় মেনে চলুন এই টিপস

Published on:

Ac blast man killed in delhi safety tips before buy air conditioner

পড়ে গিয়েছে গরম। শরীর ঠান্ডা রাখতে বৃদ্ধি পাচ্ছে এসির ব্যবহার। কিন্তু, এই যন্ত্র ব্যবহারের সময় উদাসীন বা অসতর্ক হলেই মারাত্মক বিপদ! যেমনটা হল দিল্লির এক বাসিন্দার সঙ্গে। সম্প্রতি এসি বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। যা গুরুতর নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, দিল্লির কৃষ্ণ নগর এলাকায় একটি এসি মেরামতের দোকানে এক মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

দিল্লি এসি বিস্ফোরণে প্রাণ হারালেন এক ব্যক্তি

দিল্লির কৃষ্ণ নগরে একটি এসি মেরামতের দোকানে এই বিস্ফোরণ ঘটেছে। যিনি মারা যান তার নাম মোহন লাল। এই বিস্ফোরণের পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই ফুটেজ। যদিও এমন ঘটনা প্রথম নয়। এর আগেও গরমকালে এসি বিস্ফোরণের ঘটনা দেখা গিয়েছে।

এসি ব্যবহার করার সময় মেনে চলুন সেফটি টিপস

কম্প্রেসার অতিরিক্ত গরম : কম্প্রেসার হল যেকোনও এসির (স্প্লিট বা উইন্ডো এসি) প্রাণ। রক্ষণাবেক্ষণের অভাবে এটি অতিরিক্ত গরম হতে পারে, যার ফলে বিস্ফোরণের ঝুঁকি বাড়ে।

শর্ট সার্কিট : বৈদ্যুতিক গোলযোগ বা ক্ষতিগ্রস্ত তারের কারণে বিস্ফোরণ ঘটতে পারে। এসি ব্যবহারের আগে, সর্বদা বৈদ্যুতিক যন্ত্রাংশ পরীক্ষা করে নিন।

উচ্চ ভোল্টেজ এবং বিদ্যুৎ ওঠানামা : ভোল্টেজ স্পাইক এসির অভ্যন্তরীণ উপাদানগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। হঠাৎ করে বিদ্যুৎ ওঠানামা প্রতিরোধ করতে সর্বদা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করুন।

কম্প্রেসারে গ্যাস লিকেজ : যদি রেফ্রিজারেন্ট গ্যাস লিকেজ হয়ে জমা হয়, তাহলেও বিস্ফোরণ ঘটতে পারে। এসি ব্যবহারের আগে সবসময় একজন পেশাদার কর্মী দ্বারা গ্যাসের মাত্রা পরীক্ষা করে নিন।

আটকে থাকা এয়ার ফিল্টার : ধুলো জমে কম্প্রেসারের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে। তার জন্য নিয়মিত এসি সার্ভিসিং করা উচিত, যা বাতানুকূল যন্ত্রকে দক্ষতার সাথে চালাতে সাহায্য করে।