টেলিকম

চমক দিল Airtel, ফ্রিতে দেখুন IPL, সমস্ত প্ল্যানে যোগ হল JioHotstar সাবস্ক্রিপশন

Published on:

Airtel offering free JioHotstar Mobile subscription with all postpaid plan ipl livestream

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: দেশের OTT প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম নাম হয়ে উঠেছে জিওহটস্টার (JioHotstar)। আইপিএল লাইভ স্ট্রিমিং করার কারণে বহু মোবাইল ব্যবহারকারী এখন হটস্টারমুখি। পরিষেবায় নতুন মাত্রা যোগ করতে এবার বড় সিদ্ধান্ত নিল এয়ারটেলও। এবার সংস্থার সমস্ত পোস্টপেইড প্ল্যানে JioHotstar সাবস্ক্রিপশন যোগ করল Airtel। ইতিমধ্যে ক্রিকেট ডেটা প্যাক চালু করেছে তারা। এবার আরও এক নতুন পরিষেবা যুক্ত হল।

এয়ারটেল পোস্টপেইড ও জিওহটস্টার

৪৪৯ টাকা থেকে শুরু হওয়া এয়ারটেলের পোস্টপেইড প্ল্যানগুলিতে এখন জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীরা ২০২৫ সালের আইপিএল আরও ভালো করে উপভোগ করতে পারবেন। ৪৪৯ টাকার প্ল্যানে তিন মাসের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে ৫৪৯ টাকা, ৬৯৯ টাকা, ৯৯৯ টাকা, ১,১৯৯ টাকা, ১,৩৯৯ টাকা এবং ১,৭৪৯ টাকার পোস্টপেইড প্ল্যানগুলি এক বছরের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Airtel প্রিপেইড ও জিওহটস্টার

শুধু পোস্টপেইড নয়, প্রিপেইড প্ল্যানেও রয়েছে এই সুবিধা। তবে বিকল্প সীমিত। আইপিএল ২০২৫ এর আগে, এয়ারটেল ১০০ টাকা এবং ১৯৫ টাকা মূল্যের দুটি ক্রিকেট-এক্সক্লুসিভ ডেটা প্যাক চালু করেছে। সাথে ৩০১ টাকা মূল্যের একটি ক্রিকেট প্রিপেইড প্ল্যানও আছে। এই প্যাকগুলির সাথে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

প্রসঙ্গতগত এই ‌মাসে, এয়ারটেল মার্কিন টেক জায়েন্ট অ্যাপলের সাথে একটি চুক্তি ঘোষণা করেছে। এই চুক্তির অন্তর্গত ৯৯৯ টাকা এবং তার বেশি মূল্যের প্ল্যানে এয়ারটেল পোস্টপেইড গ্রাহকদের জন্য ছয় মাসের বিনামূল্যে অ্যাপল মিউজিকের সাথে অ্যাপল টিভি+ সাবস্ক্রিপশন দেওয়া হবে বলে জানানো হয়েছে।